এখন পড়ছেন
হোম > জাতীয় > একে মোদীতে রক্ষে নেই, শাহ দোসর! বাংলার হাত ধরেই বাংলায় মমতাকে কোনঠাসার পরিকল্পনা বিজেপির?

একে মোদীতে রক্ষে নেই, শাহ দোসর! বাংলার হাত ধরেই বাংলায় মমতাকে কোনঠাসার পরিকল্পনা বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপিকে বারবার বহিরাগতের দল, অবাঙালির দল, তথা বাংলার সংস্কৃতির সঙ্গে সম্পর্কহীন বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের এই কটাক্ষের বেশ কয়েকবার জবাবও দিতে দেখা গেছে বিজেপিকে। এবার, নিজের দেহ থেকে অবাঙালির তকমা ঝেড়ে ফেলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিজেপি। বাংলা ভাষাকে মাধ্যম করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার বিশেষ পরিকল্পনা নিয়েছে বিজেপি। একাধিকবার, বাঙালির উদ্দেশ্যে বাংলায় টুইট করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার এই পথেই হাঁটতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বিজেপির বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও এই পথ অবলম্বন করছেন। আর এই বিষয়কেই প্রবল কটাক্ষ তৃণমূল শিবিরের।

সাধারণত, রাজ্য সফরে এলে বা বাঙালির বিভিন্ন উৎসবে একাধিকবার বাংলায় টুইট করতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার এই পথেই হাঁটতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পরেই রাজ্যের প্রাপ্তিযোগ লিখে বাংলায় টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তিনি লিখলেন, ” পশ্চিমবঙ্গের বিকাশ আর সেখানকার মানুষের সুবিধার জন্য আজ প্রকাশিত বাজেটের মাধ্যমে মোদীজি ২৫,০০০ কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন, যার মাধ্যমে ৬৭৫ কিমি রাজপথের নির্মাণ হবে। এরই সঙ্গে বাংলা এবং আসামের চা বাগানে কর্মরত মানুষের কল্যাণের জন্য ১০০০ কোটি টাকাও দেওয়া হচ্ছে । ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে জনৈক প্রবীণ বিজেপি নেতা জানালেন যে, রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার কি কি কাজ করবে? এই বাজেটে রাজ্যের জন্য কি কি বরাদ্দ করা হয়েছে? রাজ্যবাসীকে তা নিজের ভাষায় বোঝাতে এই টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপির বেশকিছু হেভিওয়েট নেতাও বাংলায় টুইট করতে শুরু করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বাংলায় টুইট করেছেন। তিনি জানিয়েছেন যে, তাঁর স্ত্রী একজন বাঙালি। বেশ কিছু স্থানে বাংলার জামাই বলে প্রচার করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে।

বাংলায় টুইট করেছেন বিজেপির সাধারণ সম্পাদক সেইসঙ্গে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। গত, পাঁচ বছর ধরে বাংলার বিজেপি সংগঠনের সঙ্গে তিনি জড়িত আছেন। এ কারণে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতির সঙ্গে তিনি পরিচিত হতে শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষার ব্যবহার ও জনসভায় বিজেপি নেতাদের বাংলা ভাষায় বক্তব্য নিজেদেরকে বাঙালি সংস্কৃতির সঙ্গে একাত্ম বলে বোঝাবার প্রয়াস। তৃণমূলের বহিরাগত কটাক্ষের উপযুক্ত জবাব দেওয়ার এই পথ নিয়েছে বিজেপি। বাংলার হাত ধরেই মমতাকে কোণঠাসা করার এই বিশেষ পরিকল্পনা নিয়েছে বিজেপি। আবার, বাঙালি মহাপুরুষদের বিশেষভাবে সম্মান জানাতেও দেখা যাচ্ছে বিজেপিকে।

বিজেপির এই প্রচেষ্টাকে যথেষ্ট কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির বাংলায় টুইট করাকে গ্যালারি শো বলে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, বাংলার প্রতি বিজেপির না ভালোবাসা আছে, না আছে আন্তরিকতা। শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করতে বাংলায় টুইট করে বাংলার প্রতি আন্তরিকতার কথা তুলে ধরতে চেয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁরা সকলেই গ্যালারি শো করছেন। তাঁর দাবি, এসব করে হাততালি পাওয়া যায়, কিন্তু জেতা যায় না কখনো। এখন বিজেপির এই বাঙালিকে কাছে টানার প্রচেষ্টা কতদূর সফল হয়? সেদিকে লক্ষ সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!