এখন পড়ছেন
হোম > জাতীয় > একুশের মহাযুদ্ধ আরও জমজমাট! নতুন দল খুলে লড়তে চলেছেন এই মহানায়কও! জল্পনা শুরু রাজনৈতিক মহলে

একুশের মহাযুদ্ধ আরও জমজমাট! নতুন দল খুলে লড়তে চলেছেন এই মহানায়কও! জল্পনা শুরু রাজনৈতিক মহলে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – থালাইভার এবার রাজনীতিতে প্রবেশ। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের রাজনীতিতে প্রবেশ কবে হবে তা নিয়ে। দক্ষিণের সাথে সাথে সারা ভারতের আপামর জনতা পর্দার সুপারস্টারকে বাস্তবেও সুপারস্টার ইমেজ নিয়েই রাজনীতিতে দেখতে চাইছিল। আর এবার ভক্তদের খুশি করতে সুপারস্টার রজনীকান্ত তাঁর রাজনৈতিক দল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে দিলেন। প্রসঙ্গত তাঁর নিজস্ব সংগঠন ‘রজনী মক্কল মন্দ্রম’ রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।

বৃহস্পতিবার দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দল সহকারে রাজনৈতিক ময়দানে পা দিতে চলেছেন। তবে বিস্তারিত তথ্য আবারও জানানো হবে আগামী 31 শে ডিসেম্বর। সূত্রের খবর, এদিন তাঁর নিজস্ব সংগঠন রজনী মক্কল মন্দ্রম এর আধিকারিকদের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠকে বসেছিলেন রজনীকান্ত। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং জানান, থালাইভার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হতে চলেছে তা তিনি খুব তাড়াতাড়ি জানাবেন।

এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, তাঁর সংগঠনের জেলা সম্পাদকেরা জানিয়ে দিয়েছেন, তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই তাঁরা মানবেন। এরপর বৃহস্পতিবার রজনীকান্ত আবারও একটি সাংবাদিক বৈঠক করেন এবং যেখানে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর রাজনৈতিক মঞ্চে নামার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের, কিন্তু করোনা পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু বদল হয়েছে। তবে তিনি তামিলনাড়ুর মানুষকে ভরসা দিয়েছেন, তাঁদের পাশে তিনি থাকবেন বলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের পরিবর্তন আনার জন্যই তিনি যে রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন সে ব্যাপারে নিশ্চিত করেছেন দক্ষিণের আন্না। রজনীকান্ত জানিয়েছেন, আগামী নির্বাচনে যদি তিনি জিততে পারেন তাহলে দুর্নীতিমুক্ত রাজনীতির সূচনা করবেন। যেখানে স্বচ্ছতা, সততা ও আধ্যাত্মিকতার রাজনীতি হবে। মূলত তিনি পর্দায় বহুবার রাজনৈতিক নেতা, মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে সৎ চরিত্রের মানুষের ভূমিকায় তাঁকে সবসময় দেখা যেত।

এদিন সেই ভূমিকাই ফুটে উঠল বাস্তবের রজনীকান্তের মধ্যে। তাঁর দল যে সব সময় সাম্প্রদায়িক রাজনীতি থেকে দূরে থাকবে, সে কথাও স্পষ্ট করে জানান এদিন রজনীকান্ত। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলের নজর ছিল রজনীকান্তের উপর। রজনীকান্তের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি হতে চলেছে, তা নিয়ে কৌতূহল ছিল সবারই। আপাতত কৌতুহল নিরসন হয়েছে। একুশের মহাযুদ্ধে এবার দক্ষিণের মহানায়ক তাঁর নিজের দল নিয়ে কি চমক দেখাতে চলেছেন সেদিকে নজর থাকবে ভারতবাসীর।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!