এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিনোদন > নতুন সিনেমার অভিনব প্রচারে চমকে দিলেন টলিউডের একঝাঁক প্রথমসারির নায়িকা

নতুন সিনেমার অভিনব প্রচারে চমকে দিলেন টলিউডের একঝাঁক প্রথমসারির নায়িকা


রাতারাতি ভোল বদল টলিউডের অভিনেত্রীদের। এই সময়ের প্রায় সকল জনপ্রিয় অভিনেত্রীই নিজেদের নাম পদবী পরিবর্তন করলেন। হ্যাঁ, খবরটা ঠিকই। একটি সোস্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইলের নাম এইভাবেই বদল করলেন তাঁরা।
অবশ্য অভিনেত্রীদের এই কাজের নেপথ্যে রয়েছেন অন্যএকজন । তিনি পরিচালক বিরসা দাশগুপ্ত। তাঁর আসন্ন মুক্তি প্রাপ্ত ছবি ‘ক্রিসক্রস’-এর বাণিজ্যিক প্রচারের উদ্দেশ্যেই এমন আধুনিক উপায় অবলম্বন। এই ছবির চরিত্রের নামেই নিজেদের ট্যুইটার প্রোফাইলের নাম বদল করেছেন অভিনেত্রীরা। ছবিটি মূলতঃ পাঁচ মহিলার পাঁচটি গল্প নিয়ে নির্মিত। ছবিতে দেখা যাচ্ছে, উচ্চাকাঙ্খী মেহের (নুসরত জাহান)। জীবনের

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

লক্ষ্য পূরণের তাগিদে পরিশ্রম করতে এতটুকু আপত্তি নেই তাঁর। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। কিন্তু মনের মধ্যে লুকনো রয়েছে অন্য এক স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হবে কি না জানতে অল্প সময়ের অপেক্ষা! আটপৌরে রূপাও (সোহিনী সরকার) স্বপ্ন দেখে। তার মনে স্বপ্নগুলি আঁকিবুকি কাটে। জীবনের একটা ছবি কিছুতেই সম্পূর্ণ করতে পারছে না সুজি (প্রিয়াঙ্কা সরকার)। স্বপ্নের সৃষ্টি কবে সম্পূর্ণ হবে এখনও তা জানেনা সে। কিন্তু আশা ছাড়া তো স্বপ্ন দেখা যায় না। স্বাধীনচেতা ইরা (মিমি চক্রবর্তী)। প্রতিটি আবেগই তাঁর কাছে মূল্যবান। সে জানে পরিশ্রমের গুরুত্ব। অন্যদিকে আবার একা থাকাটা মিস সেনের (জয়া আহসান) চয়েস। স্বেচ্ছায় বেছে নিয়েছেন এমন জীবন। এতো গেলো এক নজরে বিরসা দাশগুপ্তের আগামী ছবির গল্পের একটা খসড়া। পুরোটা জানতে গেলে ছবি মুক্তির পরে অবশ্যই দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে পাঁচ নারীর জীবন সংগ্রামের কাহিনী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!