এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার দিদির এই অনুগামী ও শুভেন্দুর সাথে, দিলেন বার্তা , জোর শোরগোল রাজনৈতিক মহলে

এবার দিদির এই অনুগামী ও শুভেন্দুর সাথে, দিলেন বার্তা , জোর শোরগোল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাহিত্য জগতের সঙ্গে যুক্ত ত্রিদিব চট্টোপাধ্যায় সর্বজন পরিচিত। একসময় ত্রিদিব চট্টোপাধ্যায়কে বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ মহলে থাকতে দেখা গিয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে ত্রিদিব চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক হিসেবে দেখা গিয়েছে। রাজনীতিতে যুক্ত না থাকলেও ত্রিদিব চট্টোপাধ্যায় কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য নাম রাজ্য রাজনীতিতে। এই ত্রিদিব চট্টোপাধ্যায়কেই হঠাৎ করেই দেখা গেল একটি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে। আর তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা।

ত্রিদিব চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে দেখা গিয়েছে যবে থেকে শাসকদল বাংলার ক্ষমতায় এসেছে। কিন্তু রবিবার হঠাৎ করেই মেদিনীপুরের মহিষাদল এলাকার একটি অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হতে দেখা গেল ত্রিদিব চট্টোপাধ্যায়কে এবং সেই একই মঞ্চে পাওয়া গেল শুভেন্দু অধিকারীকেও। শুভেন্দু অধিকারী বাংলার রাজনৈতিক জগতে এই মুহূর্তে সবথেকে বেশী আলোচিত নাম। বর্তমান পরিস্থিতি অনুযায়ী শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের কাছের মানুষ ত্রিদিব চট্টোপাধ্যায়কে যখন দেখা গেল, তখন উঠল বিভিন্ন প্রশ্ন।

অনেকেই মনে করছেন, ত্রিদিব চট্টোপাধ্যায় কি এবার ‘দিদির অনুগামী’ থেকে সরে গিয়ে ‘দাদার অনুগামী’ হতে চলেছেন? ভবিষ্যৎ পরিকল্পনা করে কি ত্রিদিব চট্টোপাধ্যায় আগেভাগেই দাদার শরণাপন্ন হচ্ছেন? প্রসঙ্গত, রাজ্যের সরকার বদল হওয়ার পরেও প্রথম প্রথম কিন্তু ত্রিদিব চট্টোপাধ্যায় যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি। কিন্তু ধীরে ধীরে শাসক শিবিরের দিকেই তিনি ঢলে পড়েন। তিনি ছিলেন বইমেলার মুখ্য দায়িত্বে। মূলত, ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশু দে কলকাতা আন্তর্জাতিক বইমেলা সামলান। মনে করা হয়, বইমেলার ওপর একচ্ছত্র অধিকার কায়েম রেখেছেন মুখ্যমন্ত্রী ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশু দের হাত ধরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রবিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে ভাগ করে নেওয়ার পর আগামী দিনে কিন্তু রসায়ন পাল্টে যাবার দিকেই অঙ্গুলিহেলন করছেন রাজনৈতিক মহলের একাংশ। রবিবারের অনুষ্ঠানে হঠাৎ করেই ত্রিদিব চট্টোপাধ্যায় কি করে পৌঁছালেন? তার উত্তরে জানা গিয়েছে অরাজনৈতিক সাহিত্যধর্মী একটি অনুষ্ঠানে ত্রিদিব চট্টোপাধ্যায় আমন্ত্রণ রক্ষার্থে যোগ দিয়েছিলেন সস্ত্রীক। এর সাথে রাজনীতির কোন যোগ নেই। ত্রিদিব চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় শুভেন্দু শিবির কিন্তু দারুণ খুশি প্রকাশ করেছে। কারণ ত্রিদিব চট্টোপাধ্যায় রাজ্যের একজন বিদ্বজ্জন বলে খ্যাত।

সুতরাং তাঁর হাত ধরে আরও বেশকিছু বুদ্ধিজীবীর সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। যা ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত হতে পারে। আর তাই এবার ত্রিদিব চট্টোপাধ্যায় হঠাৎ করে শুভেন্দু ঘনিষ্ঠ হয়ে একই মঞ্চে উঠে পড়ায় তৃণমূলের অন্দরে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। বাংলার বুকে এই মুহূর্তে শাসকদলে দেখা যাচ্ছে একের পর এক ভাঙন। তৃণমূলের একাধিক নেতা এই মুহূর্তে বেসুরো হয়ে উঠেছে, যা রীতিমতো মমতা শিবিরকে উদ্বেগে রাখছে বলে মনে করা হচ্ছে। এই পর্যায়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে এবার ত্রিদিব চট্টোপাধ্যায়কে দেখা যেতেই নতুন করে শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!