এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের কলহের ফল, লোক বাড়ছে গেরুয়া শিবিরে

তৃণমূলের কলহের ফল, লোক বাড়ছে গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে দলবদল খুব স্বাভাবিক ঘটনা বলেই ধরে নেওয়া হয়। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু দেখা যাচ্ছে বড়োসড়ো দলবদল ঘটছে বাংলার রাজনীতিতে। আর এই দলবদলের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে বর্তমানে তৃণমূল এবং বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে জোরদার করতে প্রস্তুতি নিয়েছে রাজ্যের প্রতিটি দল। সেক্ষেত্রে তৃণমূল ও বিজেপি প্রধান প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক ময়দানে অবতরণ করেছে ইতিমধ্যেই।

বাংলার মসনদ দখল করতেই রীতিমতো কড়া টক্কর দিচ্ছে শাসক দলকে বিজেপি। রাজ্যের মানুষকে কাছে পেতে ইতিমধ্যেই গেরুয়া শিবির বিভিন্ন কর্মসূচির সূচনা করেছে। তার মধ্যে অন্যতম হলো ‘আমার পরিবার, বিজেপি পরিবার’। আর এই কর্মসূচির মাধ্যমেই এবার আসানসোলের পাণ্ডবেশ্বরের মন্ডল 1 এর নবগ্রাম অঞ্চলে একটি দলীয় বৈঠকের মাধ্যমে এলাকার প্রচুর মানুষ বিজেপিতে যোগদান করলেন বলে শোনা যাচ্ছে। গেরুয়া শিবির থেকে দাবি করা হয়েছে, বেশিরভাগ তৃণমূল পরিবার বিজেপিতে চলে এলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপি সূত্রের খবর, এই যোগদান কর্মসূচি সাফল্য লাভ করেছে নবগ্রাম বিজেপি নেতা জিয়াউল শেখ (মনু)র নেতৃত্বে। দলবদলকারী প্রত্যেককে এদিন গেরুয়া শিবিরের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। এবং প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। বিজেপি শিবিরের দাবী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ভরসা রেখেই বাংলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আকারে দলবদল। আর এই দলবদল গেরুয়া শিবিরের মুখের হাসি চওড়া করল বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যেভাবে গেরুয়া শিবিরে মানুষ যোগদান করছে তাতে রাজ্যের শাসকদলের কপালে ভাঁজ পড়া অস্বাভাবিক নয়। মনে করা হচ্ছে, দলবদল এর ফলে গেরুয়া শিবিরের সাংগঠনিক জোর কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, যা একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে অতিরিক্ত অক্সিজেন প্রদান করবে। অন্যদিকে রাজনৈতিক মহলের একানশ মনে করছেন তৃণমূল শিবিরের অর্ন্তকলহ যেভাবে রোজ রোজ প্রকাশ্যে আসছে, তাতেই মানুষের ভরসা এবার কমতির দিকে রাজ্যের শাসকদলের ওপর থেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!