এখন পড়ছেন
হোম > রাজ্য > রদবদলে রাজ্যস্তরের বড়সড় পদ ছাড়তে চান হেভিওয়েট তৃণমূল নেতা, চিঠি পাঠাচ্ছেন শীর্ষস্তরে

রদবদলে রাজ্যস্তরের বড়সড় পদ ছাড়তে চান হেভিওয়েট তৃণমূল নেতা, চিঠি পাঠাচ্ছেন শীর্ষস্তরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক বৈঠকে কারা পদ পাবেন, আর কারা পদ পাবেন না, তা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছিল। সকলেই যাতে তাদের ডানা ছাটা না হয়, তার জন্য নিজের মত করে তদবির করতে শুরু করেছিলেন। তবে এক্ষেত্রে পদ পেয়েও বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে দলকে চিঠি দিলেন পুরুলিয়ার প্রাক্তন তৃণমূল সাংসদ ডাঃ মৃগাঙ্ক মাহাতো। ব্যাপারটি শুনে অনেকে আতকে উঠলেও এটাই বাস্তব। জানা গেছে, তৃণমূলের সদ্য ঘোষিত রাজ্য স্তরের কো-অর্ডিনেশন কমিটির সদস্য করা হয়েছে মৃগাঙ্ক মাহাতোকে।

কিন্তু যেহেতু তিনি পাবলিক সার্ভিস কমিশনের বোর্ডের অন্যতম সদস্য, তাই তাকে এভাবে দলের পদ দেওয়া হলে তা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে জেনেই এবার রাজ্য সভাপতিকে চিঠি দিলেন এই তৃণমূল নেতা। বস্তুত সম্প্রতি কলকাতায় পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আসেন মৃগাঙ্ক মাহাতো আর সেই সময়ে বোর্ডের সদস্য হিসেবে তার থাকা নিয়ে সিপিএমের যুব সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এমনকি এই ব্যাপারে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব রাজিব সিনহার কাছে একটি চিঠি দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের বক্তব্য, বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে পাবলিক সার্ভিস কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে দেখা গেছে। তাই এই পরিস্থিতিতে মৃগাঙ্ক মাহাতোর মত একজন সদস্যকে সম্প্রতি তৃণমূলের রাজ্য নেতৃত্বের পদে রাখা হয়েছে। তাই কমিশনের সাংবিধানিক নিরপেক্ষতা কোনোমতেই বজায় থাকছে না। ফলে যাবতীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতেই দলের পদ ছাড়ার ব্যাপারে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিতে চলেছেন এই মৃগাঙ্ক মাহাতো।

এদিন তিনি বলেন, “মাস কয়েক আগে একজন প্রাক্তন সরকারি চিকিৎসক হিসেবে সরকার থেকে আমাকে কমিশনের পদে নিযুক্ত করা হয়েছিল। সম্প্রতি দলের কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের তালিকায় আমার নাম রয়েছে বলে জেনেছি। এখন কেউ কেউ এই নিয়ে প্রশ্ন তুলছেন। আমি ঠিক জানি না কমিশনের নিয়মে কি বলা আছে। তবে এই নিয়ে আমি দলের রাজ্য সভাপতিকে চিঠি লিখব। নেতৃত্ব মনে করলে দলের ওই পদ থেকে আমার নাম কেটে দিতে পারে। যতদূর জানি, বোর্ডের সদস্য পদ থেকে পদত্যাগ করা যায় না। তবে আমি একজন প্রাক্তন সরকারি আধিকারিক হিসেবে স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবেই বোর্ডের কাজ করছি।” সব মিলিয়ে এখন মৃগাঙ্ক মাহাতো সরকারি পদ বাঁচাতে এবং নিজেকে বিতর্ক থেকে দূরে সরাতে দলের পদ থেকে ইস্তফা দেওয়ার ব্যাপারে রাজ্য নেতৃত্বকে জানাতে চলেছেন। তবে তৃণমূলের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে কি বলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!