এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রয়াত মুখ্যমন্ত্রীর পরমাত্মীয়া, শোকের ছায়া বন্দ্যোপাধ্যায় পরিবারে

প্রয়াত মুখ্যমন্ত্রীর পরমাত্মীয়া, শোকের ছায়া বন্দ্যোপাধ্যায় পরিবারে

ছেলেবেলার প্রায় বেশিরভাগটাই মামিমা তাপসী মুখোপাধ্যায়ের কাছে কাটিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের মামার বাড়িতে থেকেই মামী’র তৈরি হাতের নাড়ু, মুরকি, চাল ভাজা, ছোলা ভাজা খেয়ে চুটিয়ে মজা করতেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী।

কিন্তু প্রশাসনিক কাজের চাপে এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় মাঝে মাঝে ভাগ্নির ভালোবাসার সেই নাড়ু মুরকি নিয়ে কালীঘাটেও যেতেন প্রিয় মামিমা। কিন্তু আর সেই মামিমার হাতের সুস্বাদু খাবার খাওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রোগভোগের পর অবশেষে সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামপুরহাটের কুসুম্বা গ্রামের মুখ্যমন্ত্রীর প্রিয় মামিমা তাপসী মুখোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, গত দুর্গাপুজোর পঞ্চমীর দিন থেকেই কিডনি ও ফুসফুসের সংক্রমণ নিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তাপসীদেবী। সেখানেই মেডিকেল বোর্ড গঠন করে সিসিইউ বিভাগের ভেন্টিলেশনে তার চিকিৎসা চললেও মাঝে তিনি সুস্থ হয়েছিলেন ঠিকই, কিন্তু ফের কালীপুজোর আগের দিন থেকে প্রবল অসুস্থ হয়ে পড়েন।

আর এরপরই গত সোমবার রাত 12 টা 25 মিনিটে তার মৃত্যুর খবর পৌছতেই কান্নায় ভেঙে পড়েন মুখ্যমন্ত্রীর মামা ও গোটা কুসুম্বা গ্রাম। এদিকে মৃত মামীমার খবর পেয়েই মঙ্গলবাড়ি সেই কুসুম্বা গ্রামে আসেন তৃণমূল যুব সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দোপাধ্যায়, বাবা অসিত বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়, এসডিপিও অভিষেক রায়, রামপুরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকার সহ একাধিক তৃণমূল নেতারা। সকলেই মুখ্যমন্ত্রীর মামিমা প্রয়াত তাপসী মুখোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এদিন এ প্রসঙ্গে মৃতার ছেলে তথা বীরভূম জেলা পরিষদের সদস্য নিহার মুখোপাধ্যায় এবং সেই নিহার বাবুর স্ত্রী তথা রামপুরহাট 1 পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা মুখোপাধ্যায় বলেন, “মা সকলের প্রিয় ছিলেন। দিদিকে মা খুবই ভালবাসতেন। ছোট বেলায় অধিকাংশ সময়েই এই মায়ের কাছেই কেটেছে দিদির।”

এদিকে প্রিয় মামিমার সাথে কেন্দ্রের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী থাকাকালীন কুসুম্বা গ্রামের একটি ক্লাবের অনুষ্ঠান পাশাপাশি বসে উপভোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে এ দিন স্মৃতিচারণ করেন রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এমনকি সেই দিন সকলকে গ্রামে রাত্রিবাস করিয়েছিলেন এই প্রয়াত তাপসীদেবী বলে জানান তিনি। সব মিলিয়ে চোখের জলে পরলোকগমন করলেন মুখ্যমন্ত্রী প্রিয় মামিমা তাপসী মুখোপাধ্যায়। যার জেরে শোকার্ত গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!