এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার সুরে সুর মিলিয়ে এবার রাজ্যপালকে তীব্র আক্রমণ অধীরের

মমতার সুরে সুর মিলিয়ে এবার রাজ্যপালকে তীব্র আক্রমণ অধীরের


রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সংঘাত সর্বজনবিদিত। রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যপালের আসন পাওয়ার সাথে সাথেই প্রায় রাজ্য সরকারের সাথে তাঁর বিরোধ লেগে যায়। বিভিন্ন সময়, বিভিন্নভাবে, বিভিন্ন ঘটনার মাধ্যমে এই বিরোধিতা আমাদের সামনে এসেছে। রাজ্যে ঘটে চলা একাধিক ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করে রাজ্যপাল চূড়ান্ত সমালোচনা করেন বিভিন্ন সময়ে। রাজ্য সরকার রাজ্যপালের অভিযোগের ভিত্তিতে রীতিমতো হতচকিত হয়ে যায়। তবে এবার রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে পরামর্শ দিলেন তৃণমূল কংগ্রেসের আরেক বিরোধী, কংগ্রেস শিবিরের অধীর চৌধুরী।

লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী এবার রাজ্যপাল জগদীপ ধনখড় প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিলেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরীর রাজনৈতিক বৈরিতা সর্বজনবিদিত। প্রশ্ন উঠেছে, এর পরেও কেন অধীর চৌধুরী তৃণমূল নেতৃত্বকে পরামর্শ দিতে এগিয়ে এলেন? মনে করা হচ্ছে, রাজ্যপালের ভূমিকায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের ন্যায় কংগ্রেস দলও চরম বিরক্ত।

রাজ্যপালের অবস্থান নিয়ে এবার দুই নেতা নেত্রী সহাবস্থান করছেন, যা কার্যতই বিরল ঘটনা। এদিন অধীর চৌধুরী প্রসঙ্গক্রমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলেন, রাজ্যপালকে সরাতে গেলে মুখ্যমন্ত্রীর উচিত রাস্ট্রপতির কাছে আবেদন করা। অধীর চৌধুরী এদিন রাজ্যপালকে তীব্র কটাক্ষ করে বলেন, পশ্চিমবাংলায় দিকপাল রাজ্যপালদের পর এমন একজন রাজ্যপাল এই বাংলায় এসেছেন।

অধীর আরো বলেন, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত নুরুল হাসান, গোপালকৃষ্ণ গান্ধীদের মতো ব্যক্তিত্ব রাজ্যপালের আসনে দেখা গেছে। কিন্তু বর্তমান রাজ্যপাল যেভাবে তাঁর রাজনৈতিক পরিচয় রাখছেন, তাতে স্পষ্ট হয়ে উঠছে তিনি কোনো বিশেষ দলের প্রতিনিধি। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকরকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ করেছিলেন। এবার অধীর চৌধুরীর গলাতেও একই সুর শোনা গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন অধীর চৌধুরী বলেন, রাজ্যপালের ভূমিকায় স্পষ্ট হয়ে উঠছে তিনি কোন একটি বিশেষ দলের শক্তি বৃদ্ধি করার জন্য বাংলার মাটিতে পা দিয়েছেন। এর আগে অবশ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাজ্যপালের সাথে রাজ্য সরকারের বিরোধিতায় বরাবরই রাজ্যপাল জগদীপ ধনখড়ের পাশেই দাঁড়িয়েছেন। কিন্তু এবার পশ্চিমবঙ্গের কংগ্রেস দলপতি অধীর চৌধুরী সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুললেন।

এদিন অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়ে বলেন, রাজ্যপালের সাথে কোনরকম বাকবিতণ্ডায় না জড়িয়ে সোজাসুজি মুখ্যমন্ত্রীর উচিত রাষ্টপতির সঙ্গে দেখা করে রাজ্যপালের সম্পর্কে অভিযোগ জানানো। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন তিনি বিধায়কদের নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাচ্ছেন না। কোন রাজ্যের পক্ষেই রাজ্যপালের সঙ্গে সংঘাত চালিয়ে যাওয়া কাম্য নয়। যা হচ্ছে তাতে মনে হচ্ছে, সার্কাস চলছে।’

রাজ্যপাল ও রাজ্য নেতৃত্বের সম্পর্কটি যে খুব একটা ভালো নয় তার প্রকাশ আমরা বহুবার দেখেছি। কিন্তু এবার তৃণমূলের সাথে সাথে কংগ্রেস নেতৃত্বেরও যে বিরোধীতা প্রকাশ পেল তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যপালের বিরুদ্ধে এবার তৃণমূল সহ প্রদেশ কংগ্রেস মতামত দেওয়ায় এ রাজ্যের রাজ্যপালের আচরণ নিয়ে কিছু প্রশ্ন চিহ্ন উঠে যায়, তবে তা মোটেই বাঞ্ছনীয় নয়। আপাতত সমগ্র বিষয়টির ওপর নজর রেখেছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!