এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা-ছত্রধর আরো কাছাকছি, এবার সরকারি চাকরি পেতে চলেছেন দুই পুত্র

মমতা-ছত্রধর আরো কাছাকছি, এবার সরকারি চাকরি পেতে চলেছেন দুই পুত্র


ছত্রধর মাহাতো’র জামিনই তাঁকে রাজ্যের শাসক দলের পৃষ্ঠপোষক করে তুলবে এটা খুব একটা নির্ভরযোগ্য ভাবনা নয়। নবান্ন সূত্রের খবর বিষয় টা সর্বাঙ্গীনভাবে নিশ্চিত করতেই এবার ছত্রধর মাহাতোর দুই ছেলেকে সরকারি চাকরী দিতে রাজ্য উদ্যোগী হয়েছে। লালগড় গণআন্দোলনের অন্যতম মুখ ছত্রধর মাহাতোর দুই সন্তানের মধ্যে বড় ছেলে ২৪ বছর বয়েসী ধৃতিপ্রসাদ মাহাতো পাস কোর্সে বিএ দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। বর্তমানে সে এখন লালগড় নার্সিং ট্রেনিং কলেজের , মাসে চার হাজার টাকা বেতনভোগী অস্থায়ী কর্মী। নবান্ন সূত্রে জানা গেছে, বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের লালগড় শাখায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাঁকে স্থায়ী চাকরি দেওয়া হবে। প্রসঙ্গত রাজ্যের পরিবহন মন্ত্রী এবং জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস দলের কাজকর্ম পরিচালনা দায়িত্ব প্রাপ্ত শুভেন্দু অধিকারী ওই কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ছত্রধর মাহাতো’র ছোট ছেলে দেবীপ্রসাদ এখন লালগড় কলেজে বিএ প্রথম বর্ষ পাসের ছাত্র। ২২ বছর বয়েসী দেবীপ্রসাদ কে কনস্টেবলের চাকরি দেওয়ার সিদ্ধান্তে’ রকথা জানা গেলো স্থানীয় তৃণমূল কংগ্রেস দলের সূত্রে। এই প্রসঙ্গে ধৃতিপ্রসাদ মাহাতো বললেন, ”আমার ছোট ভাই দিন দশ-বারো আগে সিনিয়র কনস্টেবল পদে চাকরির আবেদনের ফর্ম পূরণ করেছে।” ন্যরিকে রাজ্যের এক মন্ত্রী তথা শাসক দলের শীর্ষ নেতা এই ঘটনা প্রসঙ্গে বললেন “ছত্রধর মাহাতোর সঙ্গে আমাদের কোনও রাজনৈতিক বিরোধ নেই। ছত্রধরের দুই ছেলেই চাকরি পাবেন। তবে পঞ্চায়েত নির্বাচনের পরে। তার আগে চাকরি দিলে নির্বাচনী বিধি লঙ্ঘন করা হবে।” তৃণমূল সূত্রের খবর, জামিনে মুক্তি পেলে ছত্রধর জঙ্গলমহলে শাসকদলের হয়ে প্রচারে নামবেন আর এর বিনিময়েই তাঁর দুই ছেলেকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। সম্প্রতি প্যারোলে বেরোনো ছত্রধরের সঙ্গে পুলিশ-প্রশাসনের ‘সমঝোতা বৈঠকে’ বিষয়টি চূড়ান্ত হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!