বদলি নীতি নিয়ে ক্ষোভ বাড়ছে শাসকদলের অন্দরেই, অভিযোগ যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর কাছে চাকরি রাজ্য August 1, 2018 রাজ্যের আবগারি দপ্তরের অধীনে থাকা বদলি নীতি ইতিমধ্যেই শুরু হয়েছে। যার ফলে চলছে বদলি প্রক্রিয়া। সূত্রের খবর, এই বদলিকে ঘিরেই কর্মী অফিসারদের অনেকেই সরব হয়েছেন দফতরের কর্তাদের বিরুদ্ধে। জানা গেছে, সম্প্রতি আবগারি দফতর 74 জনের বদলির নির্দেশিকা জারি করলে সেখানে 48 জনই অ্যাসিন্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসাবে কাজ করতেন। কিন্তু অভিযোগ, বদলির পরে সেই কর্মীদের সরকারের দ্বিতীয় শ্রেনীর কর্মীদের মত কাজ করতে হবে। কিন্তু এটা কি করে সম্ভব? জানা গেছে, গেজেটেড এসটিওদের বদলি করা হয়েছে বিভিন্ন সার্কেলে। যার ফলে দপ্তরের সাব ইন্সপেক্টরের মত অর্থ্যাৎ নন গেজেটেডদের মতই কাজ করতে হবে তাঁদের। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। আগে কর ফাঁকির ব্যাপারে এসটিওরা ব্যাপারটিকে অনুসন্ধান করলেও এবার সেই সাব ইন্সপেক্টরদেরই সেই হানা দিতে হবে। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? জিএসটি চালুর পরে বিভিন্ন ট্যাক্সের বিভাগগুলি একত্রিত হবার ফলে এসটিওদেল প্রথামাফিক কাজ না থাকার ফলেই অফিসারদের ক্ষেত্রে এইবদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এতেই চরম পরিমানে ক্ষুদ্ধ হয়ে শাসক দল প্রভাবিত কর্মী সংগঠনের পক্ষ থেকে কতৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাচ্ছে তাঁরা। এখন দেখার শাসকদলের কর্মীসংগঠনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আবগারি দফতরের বদলি নিয়ে সরকার আদৌ কোনো সিদ্ধান্ত নেয় কি না! আপনার মতামত জানান -