এবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট উপাধি পেতে চলেছেন মুখ্যমন্ত্রী বিশেষ খবর রাজ্য October 25, 2017 মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন পালক। এর আগে বিশ্বসভায় সাধের কন্যাশ্রীর হাত ধরে ছিনিয়ে এনেছিলেন বিশ্বসেরার তকমা। এবার পেতে চলেছেন সাম্মানিক ডি-লিট উপাধি। সমাজসেবা, শিল্প, সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট, সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় এবছর একজনই ডিলিট পাচ্ছেন আর তিনি হলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ ই জানুয়ারী নজরুলমঞ্চে তাঁর হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হবে বলে জানা গেছে। আপনার মতামত জানান -