এখন পড়ছেন
হোম > জাতীয় > ব্রেকিং নিউজ – গ্রেপ্তার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ তরুণ নেতা, জেনে নিন বিস্তারিত

ব্রেকিং নিউজ – গ্রেপ্তার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ তরুণ নেতা, জেনে নিন বিস্তারিত


বিজেপির গড় বলে পরিচিত গুজরাটে এবারে প্রায় অসাধ্যসাধন করে ফেলেছিল কংগ্রেস। আর কংগ্রেসের সেই বড় সাফল্যের পিছনে তৃণমূল কংগ্রেস নেত্রী দেখেছিলেন আদতে তিন তরুণ তুর্কি তথা পতিদার নেতা হার্দিক প্যাটেল, ওবিসি নেতা অল্পেশ ঠাকুর ও দলিত নেতা জিগনেশ মেওয়ানির তুমুল লড়াইকে। এই তিন তরুণ নেতার মধ্যে আবার হার্দিক প্যাটেল তৃণমূল-নেত্রীর খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত।

এতটাই ঘনিষ্ঠ, যে তিনি সোজা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যান – বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মাতৃরূপে দেখেন। এহেন মুখ্যমন্ত্রীর স্নেহধন্য নেতাই এবার অনশন আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হলেন গুজরাট পুলিশের হাতে। তবে শুধু তিনি একই নন, তাঁর সাথে গ্রেপ্তার হয়েছেন আরো ১৪০ অনুগামীও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত, সংরক্ষণের দাবিতে আহমেদাবাদের নিকোল এলাকায় অনির্দিষ্টকালীন অনশন আন্দোলনের ডাক দিয়েছিলেন হার্দিক প্যাটেল। কিন্তু পুলিশের দাবি, এই আন্দোলন শুরু করার কোনও আগাম অনুমতি নেননি হার্দিক প্যাটেল। আর তাই, এই আন্দোলনের নামে রাজ্যের আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর দায়ে তাঁকে ও তাঁর অনুগামীদের গ্রেপ্তার করা হয়েছে।

যদিও পতিদার আন্দোলনের মুখ হার্দিক প্যাটেল পুলিশের সব অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, আগামী ২৫ শে আগস্ট থেকে শুরু হতে চলা এই আন্দোলন শুরু করার কথা তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে চিঠি লিখে জানিয়েছিলেন। এমনকি অনুরোধ করেছিলেন এই আন্দোলনের জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়ার। কিন্তু, দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রী তা দেননি।

আর তাই, তিনি তাঁর অনুগামীদের নির্দেশ দেন – নিজের নিজের গাড়িতে বসেই এই আন্দোলন করার। আহমেদাবাদের স্থানীয় সূত্রের খবর, শহরের বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে সকাল থেকেই এই অনশন আন্দোলন শুরু করেন হার্দিক প্যাটেলের অনুগামীরা – ফলে ছুটির দিনেও তীব্র যানজটে হাঁসফাঁস করতে থাকে এই শহর। আর তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে হার্দিক প্যাটেল ও তাঁর অনুগামীদের দ্রুত গ্রেপ্তার করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!