এখন পড়ছেন
হোম > জাতীয় > হেভিওয়েট পিতা-পুত্রের মুখ্যমন্ত্রীত্বের বাসনা! বিধানসভার আগে বিদ্রোহ ঠেকাতে দায়িত্বে ২ নেতা?

হেভিওয়েট পিতা-পুত্রের মুখ্যমন্ত্রীত্বের বাসনা! বিধানসভার আগে বিদ্রোহ ঠেকাতে দায়িত্বে ২ নেতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ইতিমধ্যেই বিহারের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল করোনা আবহের মধ্যেও নিজের নিজের মত করে প্রস্তুতি নিতে শুরু করেছে। মনে করা হচ্ছে, এবারে বিহারের নির্বাচনে এনডিএ অনেকটাই এগিয়ে রয়েছে বিরোধীদের থেকে। তবে বর্তমান শাসক দলের দলীয় কোন্দল তীব্র চিন্তা গ্রাস করেছে নীতীশ কুমারের মনে। ইতিমধ্যেই বিজেপির জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি প্রতিনিয়ত নীতীশ কুমারকে আক্রমন করতে শুরু করেছে। বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আক্রমণের মাত্রা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।

যার ফলে এবার নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনেকেই বড়সড় প্রশ্ন তুলতে শুরু করেছেন। জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ান এই লোক জনশক্তি পার্টির নেতৃত্ব প্রদান করছেন। শনিবার দলীয় কর্মীদের তিনি জানিয়ে দিয়েছেন যে, তিনি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গ ছাড়তে চলেছেন। ফলে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এই লোক জনশক্তি পার্টি বর্তমান বিহারের শাসকদলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই করোনা ভাইরাস থেকে শুরু করে বন্যা, বিভিন্ন বিষয়ে বর্তমান বিহার সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন চিরাগ পাশওয়ান। এদিন এক দলীয় সভা থেকে তিনি বলেন, “নীতীশ কুমার লালুপ্রসাদের মতই বিহারের সাম্রাজ্য চালানোর চেষ্টা করছেন। এলজিপি কর্মীরা বিহারের মানুষের ইস্যু নিয়ে সরব হবে।” তবে বিজেপির শরিক হয়েও যেভাবে এখানে নীতীশ কুমারের দলকে সমর্থন না করে উল্টে বিরোধিতার কথা জানাতে শুরু করেছে লোক জনশক্তি পার্টি, তাতে অস্বস্তি ক্রমশ বাড়ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যে দিকে রাজনৈতিক অংক এগোতে দেখা যাচ্ছে, তাতে বিহারের ভোটে এবার নতুন কোনো রাজনৈতিক সমীকরণ দেখা দিতে পারে। যদি দলের এই কোন্দল মেটানো অবিলম্বে সম্ভব না হয়, তাহলে আসছে দিন নীতীশ কুমারের ক্ষেত্রে অত্যন্ত চিন্তার বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। এখন বিজেপি গোটা পরিস্থিতির সমাধান করতে কি রণকৌশল প্রয়োগ করে এবং এর ফলে আদৌ সমস্যার সমাধান হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!