এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভেঙে পড়া সংগঠনের পুনরুজ্জীবনের জন্য তৃণমূল স্তর থেকে ঢেলে সাজানো হচ্ছে যুবশাখাকে

ভেঙে পড়া সংগঠনের পুনরুজ্জীবনের জন্য তৃণমূল স্তর থেকে ঢেলে সাজানো হচ্ছে যুবশাখাকে


লোকসভা নির্বাচনকে টার্গেট করে উওর দিনাজেপুর জেলায় যুব কংগ্রেসের সংগঠন শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করা হল। এরজন্য প্রতিটি বুথে অন্তত পাঁচজন করে সক্রিয় যুব কংগ্রেস সদস্য জোগাড় করার পাশাপাশি গোটা জেলা জুড়ে যুব কংগ্রেসে যোগদানে আগ্রহী সাধারণ সদস্য সংগ্রহ করার কাজ জোর কদমে শুরু হল।

৫০ হাজার সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এখনো অব্দি ৩০ হাজার সদস্য সংগ্রহ করা গিয়েছে। সদস্য সংখ্যা সংগ্রহের শেষদিন আগে ৮ সেপ্টেম্বর ছিল। সেটাকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। এমনটাই জানা গেল জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার গুহ-র সূত্র থেকে।

একসময় উওর দিনাজপুরে যুব কংগ্রেসের মজবুত সাংগঠনিক শক্তি ছিল। কিন্তু কালে কালে বহু হেভিওয়েট দলীয় নেতা সংগঠন ছেড়ে শাসকদলে যোগ দিয়েছেন। সম্প্রতি জেলা যুব কংগ্রেসের সভাপতি মানস ঘোষ জেড়াফুলের পতাকা তুলে নিলেন। এরকম আরো বহু নেতা দল ছাড়ার ফলশ্রুতিতে আজ যুব কংগ্রেসের সংগঠনের ভগ্নদশা।

তবে যুব কংগ্রেসের এই খারাপ দিনগুলোতে সংগঠনের সহ সভাপতি পদে ছিলেন তুষারবাবু। পরে দল তাকে দলের সভাপতি পদটির দায়িত্ব দেয়। বেশ কয়েকবছর ধরেই নির্বাচনের মাধ্যমেই বেছে নেওয়া হচ্ছে যুব কংগ্রেস সভাপতিকে। তাই আগামীতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের জন্য শুরু হয়েছে নিয়মমাফিক সদস্য সংগ্রহের কাজ। তবে যুব কংগ্রেসের সভপতি নির্বাচনের জন্য সাংগঠনিক শক্তিবৃদ্ধি উদ্দেশ্য হলেও আসলে সংগঠনকে আগের মতো সক্রিয় করে আগামী লোকসভা ভোট যুদ্ধ লড়াই করাই যে মূল লক্ষ্য তাঁদের,এমনটাই স্পষ্ট বুঝিয়ে দিলেন তুষার বাবু।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একইরকম ইঙ্গিত পাওয়া গেল জেলা কংগ্রেসের অন্যতম নেতা পবিত্র চন্দের বক্তব্যের মাধ্যমেও। তিনিও জানালেন,যুব কংগ্রেসের সংগঠন আজ শক্তিশালী হলে পরবর্তী ধাপে লড়াই করতে আর বেগ পেতে হবে না। আগামী লোকসভা নির্বাচনে দলেরই সুবিধা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!