এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বাংলায় বাড়তে চলেছে ৩২ হাজার বুথ, সামাল দিতে বড়সড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন

করোনা আবহে বাংলায় বাড়তে চলেছে ৩২ হাজার বুথ, সামাল দিতে বড়সড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি কিন্তু এখনও যথেষ্ট আশঙ্কাজনক। প্রায়দিনই করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যেই এবার হাতে গোনা কয়েক দিন পরেই রাজ্যে আসতে চলেছে একুশের বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে করোনা আবহে এবার জাতীয় নির্বাচন কমিশন ভোটের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম লাগু করেছে। তার মধ্যে অন্যতম হলো একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রত্যেকটি বুথে হাজার জন ভোটার থাকবে। খুব স্বাভাবিকভাবেই বুথ সংখ্যাও বেড়ে যাবে ভোটারের ভিত্তিতে। একই সাথে প্রয়োজন ইভিএম মেশিনের। রাজ্যে বর্তমান বুথের সংখ্যা যেখানে রয়েছে 78 হাজার 903, সেখানে একুশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বুথ সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় এক লক্ষ দশ হাজার।

অর্থাৎ প্রায় 32 হাজার বুথ এবার বাংলায় বাড়তে চলেছে। পরিস্থিতি সামাল দিতে অর্থাৎ পর্যাপ্ত ইভিএম মেশিন রাজ্যের হাতে তুলে দিতে যোগান দেবে রাজস্থান এবং ছত্তিশগড়। সূত্রের খবর আগামী 15 ডিসেম্বরের মধ্যে রাজস্থান এবং ছত্তিশগড় থেকে ইভিএম মেশিন আসছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি ভিভিপ্যাটও আসছে। সেইমতো রাজ্যে তৎপরতা চলছে জোরকদমে। জানা গিয়েছে, কড়া পাহারায় নিয়ে আসা হবে ইভিএম মেশিনগুলিকে। পাশাপাশি থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। বাড়তি বুথের জন্য বাড়তি ইভিএম প্রয়োজন। বরাবর দেখা গেছে, ভোটের দিন আকছার শোনা যায় ইভিএম মেশিন বিকল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সবজায়গাতেই অতিরিক্ত কুড়ি শতাংশ ইভিএম মজুত রাখা হয়।

সে ক্ষেত্রে রাজ্যে মোট ইভিএম এর সংখ্যা দাঁড়াচ্ছে 1 লক্ষ 30 হাজার। সূত্রের খবর, এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যত পরিমাণ ইভিএম মেশিন রয়েছে তা কিন্তু প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। এই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশন দপ্তরে পৌঁছানো মাত্রই তাঁরা নির্দেশ দেন রাজস্থান ও ছত্তিশগড় থেকে ইভিএম আনার জন্য। সেই অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর ইভিএম আনার জন্য তৎপর হয়। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে থাকা ইভিএম বিভিন্ন জেলায় পাঠানো শুরু হয়ে গিয়েছে। বর্তমানে সেগুলির প্রথম দফার চেকিং চলছে। নিয়ম হচ্ছে, ইভিএম মেশিনের চেকিং চলবে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী দু’মাসের মধ্যে অন্যান্য রাজ্য থেকে যে ইভিএম মেশিনগুলি আসবে, সেগুলোও চেকিং হয়ে যাবে। প্রসঙ্গত দীর্ঘদিন যাবত ইভিএম মেশিন নিয়ে বিরোধীরা অভিযোগ তুলে আসছে। তাই এবার সব রকম নিয়ম মেনে ইভিএম মেশিন এর পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নির্দেশ পৌঁছে গেছে, ইভিএম মেশিন রাখার স্ট্রং রুম তৈরি করার। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত বিএলও তথা বুথ লেভেল অফিসাররা তাঁদের কাজ সঠিকভাবে করছেন না বলে অভিযোগ করেছে বামফ্রন্ট শিবির। বাম শিবিরের তরফ থেকে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানানো হয় বলে খবর।

সিপিএম নেতা রবীন দেব এদিন জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে কিন্তু বিএলও অফিসারদের সব সময় দেখা যাচ্ছে না। অন্যদিকে বিজেপি নেতারা আবার এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে একটি ভিডিও দেখিয়ে এসেছেন, যেখানে দেখা যাচ্ছে এক সরকারি কর্মচারী তৃণমূলকে আগামী বিধানসভা নির্বাচনে জেতানোর জন্য আবেদন জানাচ্ছেন। এই প্রসঙ্গ তুলে বিজেপি দাবি জানিয়েছে, সরকারি কর্মচারীদের দিয়ে নিরপেক্ষ ভোট করানো সম্ভব নয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিজেপি নেতারা আবেদন করেছেন, রাজ্য সরকারি কর্মীদের না নিয়ে বরং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে বিধানসভা ভোটে কাজ করানো হোক।

বরাবরই যে কোনো নির্বাচনে ইভিএম মেশিন একটি মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। নির্বাচনে যতই প্রচার চালানো হোক না কেন, ইভিএম মেশিনই হল আসল কথা বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে যে ব্যাপক পরিমাণ বুথ বাড়বে সে কথা জানা। ইভিএম মেশিন বাড়ার সাথে সাথেই বুথ নিয়ে গন্ডগোলের আশঙ্কাও করা হচ্ছে। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচন করোনা আবহে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হতে চলেছে বলেই মত সবার।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!