এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে পড়ুয়াদের জন্য একেবারে কল্পতরু কলকাতা বিশ্ববিদ্যালয়, ব্যাপক প্রশংসা একাধিক মহলের

করোনা আবহে পড়ুয়াদের জন্য একেবারে কল্পতরু কলকাতা বিশ্ববিদ্যালয়, ব্যাপক প্রশংসা একাধিক মহলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে বহু মানুষ জীবিকা হারা। পড়াশোনার খরচ যোগাতে গিয়ে সংকটে পড়তে হচ্ছে বহু শিক্ষার্থীকে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। করোনার কারণে এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য মুকুব করে দেয়া হলো টিউশন ফি। এবছর স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য এই ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবছর কোন ছাত্র-ছাত্রী দিতে হবে না টিউশন ফি। স্নাতকোত্তর স্তরের পড়াশোনার জন্য যারা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চলেছে, তাদেরকেও এই সুবিধা দেয়া হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্নাতকোত্তর স্তরে টিউশন ফি, পরীক্ষা ফি, মার্কশিট ফি একেবারে মুকুব করা হলো এ বছরের জন্য। এর জন্য পড়ুয়াদের কোনো অর্থই দিতে হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত ও বিশ্ববিদ্যালয় ভর্তি হতে যাচ্ছেন যারা, তাদের সকলকেই এই সুবিধা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয় এমন সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান সময়ে করোনা অতিমারীর পরিস্থিতিতে সমস্ত সেমিস্টারের পড়ুয়াদের টিউশন ফি মুকুব করে দেয়া হচ্ছে। বিভিন্ন সেমিস্টারের মার্কশিট , গ্রেডশিট নিতেও কোনরকম ফি জমা দেবার দরকার হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, প্রশ্ন করেছে স্নাতক স্তরেও কি এমন সুবিধা পাওয়া যাবে? কলেজ ছাত্র-ছাত্রীদেরও কি ফি মুকুব করা হবে? এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, কলেজ পরিচালনা করে থাকে কলেজের পরিচালনা কমিটি। কমিটি এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে একাধিক মহল। করোনা সংক্রমণকালে যখন বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র যখন অর্থ সমস্যায় জর্জরিত, সেসময় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!