এখন পড়ছেন
হোম > অন্যান্য > কবে মিলবে করোনার রাহুগ্রাস থেকে মুক্তি? কি বলছে জ্যোতিষ-শাস্ত্র? সামনে এল মন ভালো করা সুখবর

কবে মিলবে করোনার রাহুগ্রাস থেকে মুক্তি? কি বলছে জ্যোতিষ-শাস্ত্র? সামনে এল মন ভালো করা সুখবর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস থেকে কবে মুক্তি পাবো আমরা? বিজ্ঞানী থেকে শুরু করে পৃথিবীর বড় বড় স্বাস্থ্য সংস্থা যখন নানা কথা বলছেন তখন জ্যোতিষ শাস্ত্র কী চুপ করে আছে? চলুন, আমরা এবার জেনে নিই এই ব্যাপারে আমাদের জ্যোতিষ শাস্ত্র কী বলছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বর্তমানে রাহু গ্রহ মিথুন রাশির ঘরে অবস্থান করছে। এই মিথুন রাশি হলো একটি বায়ু রাশি। আবার অন্য দিকে শনি গ্রহ মকর রাশির ঘরে ২৪ শে জানুয়ারিতে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, শনি গ্রহ প্রতিনিধিত্ব করে জনতাকে। আবার, বৃহস্পতি এবং কেতু অবস্থান করছে ধনু রাশিতে। অর্থাৎ, শনি গ্রহ যখন মকর রাশিতে প্রবেশ করেছে তখন থেকেই রাহুর নেতিবাচক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। রাহু এই ভাইরাসের মূল কারক গ্রহ। তাই রাহু যতদিন এই বায়ু রাশিতে অবস্থান করবে ততদিনে এই করোনার প্রকোপ থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্য দিকে, ১৫ই এপ্রিল থেকে রবি গ্রহ মেষ রাশিতে তুঙ্গস্থ ঘরে অবস্থান করছে। ৪ঠা মে-তে মঙ্গল গ্রহ মকর থেকে কুম্ভ রাশিতে সরে গেছে। আর ১৫ই মে বৃহস্পতি বক্রি হয়েছে। অর্থাৎ এই সময় থেকে সামান্য হলেও করোনার ক্ষমতা কিছুটা দুর্বল হয়েছে। তবে ৩০শে জুন বৃহস্পতি সম্পুর্ন বক্রি হওয়ায় স্বস্তি কিছুটা বেড়েছে। এবার জেনে নেওয়া যাক, কবে আমরা সম্পূর্ণ ভাবে করোনা মুক্ত হবো। রবি চিকিৎসা ক্ষেত্র, ওষুধ, রোগ নিরাময় এসবকিছু নিয়ন্ত্রণ করে। ১৬ই জুলাইতে রবি তার কালসর্প যোগ থেকে বেড়িয়ে আসবে৷ তাই তখন মানুষ ৪০% হলেও করোনার প্রকোপ থেকে মুক্তি পাবে।

২রা আগস্টে রবি বুধ গ্রহের সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ, এই সময় করোনার ভ্যাকসিন বেড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাহু মিথুন রাশিতে থাকাতে এই সেপ্টেম্বর অব্দি করোনার সমস্যা কিছুটা হলেও থাকবে। ১লা সেপ্টেম্বরে যেহেতু শুক্র গ্রহ কালসর্প যোগ থেকে বেড়িয়ে আসবে তাই বলা যেতে পারে এই সেপ্টেম্বরে করোনা ভাইরাসের প্রকোপ ৯০% কমে যাবে। জ্যোতিষরা মানুষকে করোনা থেকে মুক্ত রাখতে প্রতিদিন কিছুক্ষণের জন্য হলেও সূর্যের রোদ শরীরে লাগানোর উপদেশ দিয়েছেন। এখন দেখা যাক, আগামী দিনে আমরা কবে করোনা মুক্ত হবে। জ্যোতিষ গননা অনুযায়ী আমাদের তার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!