এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আতঙ্কের মাঝেই নতুন রোগের থাবা, প্রাণ গেল তরতাজা কিশোরের!

করোনা আতঙ্কের মাঝেই নতুন রোগের থাবা, প্রাণ গেল তরতাজা কিশোরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসকে কেন্দ্র করে তো প্রতি মুহূর্তে মানুষের মধ্যে আতঙ্ক তো রয়েইছে। কিন্তু সেই আতঙ্কের পাশাপাশি এবার গোদের ওপর বিষফোঁড়া হিসেবে মাথাচাড়া দিতে শুরু করেছে বার্ড ফ্লু। ইতিমধ্যেই দিল্লিতে এই বার্ড ফ্লু ভয়াবহ আকার ধারণ করেছে। যার জেরে প্রাণ গিয়েছে 11 বছর বয়সী এক কিশোরের। স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে যখন আতঙ্ক শুরু হয়েছে, তখন বার্ড ফ্লু রোগের এইভাবে মাথাচাড়া দেওয়া ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে জনতা জনার্দনের মধ্যে।

 

সূত্রের খবর, করোনা ভাইরাসের মধ্যেই এবার নতুন করে দিল্লিতে দেখা দিতে শুরু করেছে বার্ড ফ্লু নামক রোগ। যেখানে প্রথম মৃত্যু হয়েছে 11 বছর বয়সী এক কিশোরের। জানা গিয়েছে, সম্প্রতি তাকে নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চলতি মাসের গত 12 তারিখে তার মৃত্যু হয়। আর তারপরেই জানতে পারা যায়, সেই কিশোর সোয়াইন ফ্লুতে আক্রান্ত। স্বাভাবিক ভাবেই চলতি বছরে করোনা ভাইরাসের আতঙ্কের মাঝে প্রথম দিল্লিতে বার্ড ফ্লুতে রোগে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু নানা প্রশ্ন তুলে দিতে শুরু করেছে। এভাবেই যদি একের পর এক মারণ রোগ বাসা বাঁধতে শুরু করে, তাহলে সাধারন মানুষ কিভাবে নিরাপদ জীবন কাটাবেন, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের মধ্যে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম থেকেই যদি পরিস্থিতিকে আওতায় না আনা সম্ভব হয়, তাহলে পরবর্তীতে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। একদিকে করোনা ভাইরাসকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে গোটা দেশকে, তার মধ্যে রাজধানী দিল্লিতে এইভাবে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু নানা প্রশ্ন তুলে দিল। তাই এখন থেকেই বার্ড ফ্লুকে দমন করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে করোনা নিয়ে সংকটের মাঝেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে বার্ড ফ্লু নিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!