এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রার্থী ঘোষণার আগেই বিজেপি প্রার্থী নামের পোষ্টার পড়ায় এবার চাঞ্চল্য রাজনৈতিক মহলে

প্রার্থী ঘোষণার আগেই বিজেপি প্রার্থী নামের পোষ্টার পড়ায় এবার চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। তবে রাজ্যের কোন দলই এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি। তবে সূত্রের খবর, প্রত্যেকেরই খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত হয়ে রয়েছে। অন্যদিকে প্রার্থী ঘোষণার আগে এবার চুঁচুড়া অঞ্চলে পরিচিত বিজেপি নেতাকে প্রার্থী মনোনীত করে তাঁর নামে পোস্টার পড়ল। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য। বিজেপি নেতা দীপাঞ্জন গুহ এলাকায় যথেষ্ট পরিচিত। তাই আগেভাগেই এবার চুঁচুড়ার বিভিন্ন জায়গায় দীপাঞ্জন গুহর নাম প্রার্থী হিসেবে সামনে আনা হল পোষ্টার আকারে। চুঁচুড়ার বিভিন্ন জায়গায় এই পোস্টার নজরে এসেছে বলে জানা গেছে।

কিছুদিন আগেই চন্দননগরে একই কায়দায় বিজেপি নাতা দীপাঞ্জন গুহর নামে পোষ্টার চোখে পড়েছে। শনিবার চুঁচুড়া ঘড়ির মোর এলাকায় বিজেপি জেলা কার্যালয়ের সামনে, আরএসএস ভবনের সামনে দীপাঞ্জন গুহকে ভোট দেওয়ার আবেদন নিয়ে পোস্টার চোখে পড়ে। লক্ষ্যণীয়ভাবে এইসব পোস্টারের নিচে লেখা রয়েছে ‘আমরা দাদার অনুগামী’। দীপাঞ্জন গুহকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি যে অত্যন্ত বিড়ম্বনায় পড়েছেন সেকথা বুঝিয়ে দেন। তিনি উদ্বেগের সাথে বলেন, কে বা কারা এইসব পোস্টার মারছে তা তিনি জানেন না। পাশাপাশি তিনি এটাও বলেন। বিজেপিতে প্রার্থী দল ঠিক করে, এভাবে হয়না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, চন্দননগরেও কিন্তু দীপাঞ্জন গুহর নামে পোস্টার পড়েছিল। বারবার কেন দীপাঞ্জন গুহর নামে পোস্টার পড়ছে সে ব্যাপারে তদন্ত করে দেখা হবে। তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে, চুঁচুড়া অঞ্চলে অন্তত 10 জন প্রার্থীর নাম জমা পড়েছে যাদের মধ্যে দীপাঞ্জন গুহ অন্যতম। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রার্থী তালিকা ঘোষণা না হলেও তলায় তলায় কিন্তু রীতিমতো খেলা জমে উঠেছে।

আর তা বিভিন্ন সময়ে সামনে আসছে। প্রার্থী হিসেবে এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতার নামে পোস্টার পড়া শুরু হয়েছে এবং বিতর্কের উদ্রেক হয়েছে। হুগলির বিজেপি নেতার ক্ষেত্রেও সেরকমই হলো বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, আসল খেলা হবে প্রার্থী তালিকা ঘোষণার পর। মনোনীত প্রার্থীপদ না পেলে এবার খেলা ঘোরার সম্ভাবনা। সেক্ষেত্রে তৃণমূল বা বিজেপিসহ বিভিন দলে একই ছবি দেখতে পাওয়ার সম্ভাবনা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!