এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের একচালেই কি এবার CAA বিরোধী আন্দোলনের বিষদাঁত ভেঙে গেল? শুরু তীব্র জল্পনা!

অমিত শাহের একচালেই কি এবার CAA বিরোধী আন্দোলনের বিষদাঁত ভেঙে গেল? শুরু তীব্র জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের শেষ থেকেই দেশজুড়ে সংশোধনী নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে ধিকিধিকি। কিন্তু সবথেকে বেশী প্রতিবাদের আগুন বিস্ফোরণের আকার ধারণ করে দিল্লির শাহীনবাগে। একটা সময় রাজধানী দিল্লিতে যেভাবে শাহীনবাগ ঘিরে অশান্তির আগুন জ্বলে ওঠে, তা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে রাজনৈতিক মহল। দাবি ওঠে, এই আগুন কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাবেনা।

কিন্তু করোনা পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই এবং সহজেই শাহীনবাগের আন্দোলন বন্ধ করতে সমর্থ হয় কেন্দ্রীয় সরকার। আর এবার এমন একটি ঘটনা ঘটল, যাতে সারাদেশের সামনে শাহীনবাগ এর আন্দোলন নিয়েই রীতিমতো প্রশ্ন চিহ্ন উঠে এলো। একসময়ের শাহীনবাগ আন্দোলনের হাত ধরে পথে নেমেছিলেন শাহজাদ আলী। কিন্তু এবার করোনা পরিস্থিতির মধ্যেই সেই শাহজাদ সামিল হলেন গেরুয়া শিবিরে। এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন।

জানা গিয়েছে, শুধু শাহজাদই নয়, শাহীনবাগের আন্দোলনে জড়িত থাকা আরও 100 জন যোগ দিয়েছেন বিজেপিতে। এই ঘটনায় স্বাভাবিকভাবে গেরুয়া শিবির তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেছে। এ প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা শ্যাম জাজু জানিয়েছেন, “কিছু রাজনৈতিক দল মুসলিমদের ভুল পথে চালনা করেছিল। কিন্তু মুসলিমরা আজ বুঝতে পেরেছেন তাঁদের কোন নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। তাই শাহিনবাগের আন্দোলনকারী সব মানুষ আজ বিজেপিতে যোগ দিয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে শাহজাদ আলীর গলায় শোনা গেল বিজেপি সম্পর্কে ইতিবাচক কথা। বিজেপিতে যোগ দিয়েই এদিন শাহজাদ আলী জানিয়েছেন, “বিজেপি আমাদের শত্রু নয়, একথা আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা সিএএ নিয়ে একসঙ্গে বসে আলোচনা করব। মুসলিমদের মধ্যে যেসকল ব্যক্তিরা বিজেপির বিরুদ্ধে ভুল পোষণ করেন, তাঁদের ভুল ভাঙ্গিয়ে দিতে আমি বিজেপিতে এসেছি।” শাহজাদ আলীর বক্তব্য নিঃসন্দেহে শাহীনবাগ কান্ডের পর কেন্দ্রীয় সরকারকে সুবিধাজনক জায়গা দিল বলে মনেকরেছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে এই ঘটনায় বিশেষজ্ঞদের মতে জাতীয় রাজনৈতিক পটভূমিকায় শাহীনবাগে আন্দোলনকারী গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় তা এক উল্লেখযোগ্য ঘটনারূপে বর্ণিত হবে। অন্যদিকে এতদিন পর্যন্ত বিজেপি দল কে মুসলিম বিরোধী বলেই দাবি করে এসেছেন অনেকে তাদের মুখ বন্ধ করতে এই ঘটনাটি যথাযথ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। তবে শাহীনবাগের অন্যান্য আন্দোলনকারীরা শাহজাদ আলীর এই বক্তব্যকে বা সিদ্ধান্তকে কিভাবে নেবে তা এখনও বলা যাচ্ছেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!