এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সঙ্গে যোগাযোগে কোন বিধায়ক, নেতা খোঁজ শুরু তৃণমূলে, বিজেপির চক্রান্ত দেখছেন মন্ত্রী

শুভেন্দুর সঙ্গে যোগাযোগে কোন বিধায়ক, নেতা খোঁজ শুরু তৃণমূলে, বিজেপির চক্রান্ত দেখছেন মন্ত্রী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ ছাড়ার পর সেখানেএরপর তিনি দল ছাড়লে যে তাঁর সঙ্গে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীও দল ছাড়বেন, সেকথা আগেই বলতে শোনা গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের। এরসঙ্গে তাঁর নামে বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে থাকায় সেই নিয়েও অস্বস্তিতে পড়েছিল শাসকদল। এমন পরিস্থিতিতে তাঁর অনুগামী হিসেবে পরিচিত কোন নেতা মন্ত্রীরা তৃণমূলের অন্দরেই রয়েছেন বা অন্য কোন বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি, সেই নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, এরই মধ্যে জেলায় তৃণমূলে কোনও রকম ভাঙন ধরার যে জল্পনা শুরু হয়েছিল, সেটা যে সর্বৈব মিথ্যা, সেই কথাই প্রমাণ করতে দেখা গেল শাসকদলকে। এদিন সাংবাদিক সম্মেলন ডেকে এমনই দাবি করতে দেখা গেছে পূর্ব বর্ধমান জেলার সভাপতি স্বপন দেবনাথকে। এদিন কালীবাজারে জেলা কার্যালয়ে বসে তিনি এমনটা দাবি করেন বলে জানা গেছে।

এদিন তিনি বলেন, সব বিজেপির চক্রান্ত। তাঁর কথায়, বিজেপি যে ভুয়ো খবর ছড়াতে, ভুয়ো পোস্টার লাগাতে পারে তা বারবার দেখা গিয়েছে। বর্ধমান শহরেই দলের নেতার বিরুদ্ধে বিজেপির প্ররোচনায় এমন পোস্টার পড়েছে বলে দাবি করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে মায়ের আসনে রয়েছেন। তিনিই আমাদের নেতা-বিধায়ক-মন্ত্রী করেছেন। পূর্ব বর্ধমান জেলায় আমরা এককাট্টা রয়েছি।’’ বস্তুত, শুক্রবার শুভেন্দু অধিকারীর ইস্তফা দেওয়ার পর থেকেই দলের কোন স্তরের, কোন নেতা শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রাখছেন, তা দলের অন্য নেতা খোঁজ নিতে শুরু করেছেন বলে জানা গেছে।

ওই সন্ধ্যায় নাদনঘাটে তৃণমূল বৈঠকও করে বলে জানা যায়। ওই বৈঠকে জেলায় দলের চার বিধায়ক, প্রাক্তন বিধায়ক-সহ ত্রিস্তর পঞ্চায়েতের বেশ কিছু কর্মাধ্যক্ষ ও সদস্যের সম্পর্কে খোঁজ নেওয়া হয় বলেও জানা গেছে। অন্যদিকে, শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে মুর্শিদাবাদের খড়গ্রাম গিয়েছিলেন বলে জানা যায়।

আর সেখান থেকে তাঁর মেদিনীপুরে ফেরার পথে কেতুগ্রাম, মঙ্গলকোট, ভাতার, বর্ধমান উত্তর ও দক্ষিণ, জামালপুর, গলসি, মেমারি অঞ্চলের কোন-কোন নেতা তাঁর সঙ্গে দেখা করেছিলেন সেটাই নাকি তৃণমূল বিভিন্ন সূত্র ধরে খোঁজ নিতে শুরু করেছে। শুধু তাই নয়, এর সঙ্গে কারা কারা বিভিন্ন জায়গায় ‘দাদার অনুগামী’ এই ব্যানার লাগাতে মদত দিচ্ছেন, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!