এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা জুজু উড়িয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজ সহ ভারতের ঠাসা ক্রিকেট সূচী ঘোষণা করে দিল বোর্ড

করোনা জুজু উড়িয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজ সহ ভারতের ঠাসা ক্রিকেট সূচী ঘোষণা করে দিল বোর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই শোনা গিয়েছিল বিসিসিআই কর্তা হিসেবে বোধহয় অনিশ্চিত হয়ে পড়েছে সৌরভ গাঙ্গুলীর ভবিষ্যৎ। কারণ তাঁকে হয়তো বোর্ডের নিয়ম অনুযায়ী চলে যেতে হবে কুলিং অফ পিরিয়ডে। কিন্তু সেই ব্যবস্থাকে আপাতত আরও পাঁচ বছরের জন্য স্থগিত করতে উঠেপড়ে লেগেছিলেন ক্লাবের সদস্যরা। কারণ এই সময় কাকে আবার নতুন করে পাওয়া যাবে, তিনিই বা এই পরিস্থিতিতে কিভাবে সব সামলাবেন।

তার থেকে যিনি আছেন তাঁকে রাখাই শ্রেয়। আর এতদিন ক্লাব সামলানোর দক্ষতা মহারাজ ভালোভাবেই প্রমাণ করেছেন। তাহলে আর অসুবিধে কোথায়! সেইমতো সুপ্রিম কোর্টে প্রস্তাব দেওয়াও হয়েছিল। কিন্তু করোণা পরিস্থিতিতে তা এখনও স্থগিতই রয়ে গেছে। কিভাবে কি করা যায় আদৌ কি হবে সেই নিয়ে বোর্ডের কর্তাদের যে রকম চিন্তা রয়েছে সেরকমভাবে এপারের দর্শকও মনে শান্তি পাচ্ছেন না।

এতদিন ধরে রয়েছে করোণা পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই নিয়ে তো যুদ্ধ চলছেই, সঙ্গে প্রিয় খেলা নিয়ে চারিদিকে সাজসাজ রব। সব সামাল দিতে হিমশিম খাচ্ছে ক্রিকেট অনুরাগীরা। তবে একটা দিকে শান্তি যে কিছুদিনের মধ্যেই আইপিএল শুরু হতে চলেছে। সেই মত আরবে পৌঁছে গেছেন ক্রিকেট দলের খেলোয়াড়রা। যাহোক করে এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়াই যেন আসল লক্ষ্য এখন। একদিকে উদ্বেগ অন্যদিকে করোনার আতঙ্ক সবমিলিয়ে চলছে খেলার প্রস্তুতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এসব কিছুর মধ্যে বসে থাকার পাত্র নন বিসিসিআই কর্তা। ভারতীয় দলের খেলোয়াড়রা নেই তো কি হয়েছে, তিনি যে, তার কাজ ফেলে রাখেন না তাও তিনি প্রমাণ করে দিলেন এই পরিস্থিতিতে। আগামী বেশ কিছু খেলার দিনক্ষণ নির্ধারণ করে দিলেন তিনি। জানিয়ে দিলেন নভেম্বরে আইপিএলের ১৩ তম মরশুম শেষ হওয়ার পর ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখান থেকে দেশে ফিরে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। আর তারপরই এপ্রিলে শুরু হবে ১৪তম আইপিএল।

তবে তিনি এটাও জানিয়েছেন যে, এই সমস্ত কিছুই হবে করোনা সতর্কতা অবলম্বন করে। সকলের সুরক্ষা নিশ্চিত করে তবেই খেলা অনুষ্ঠিত হবে। এবং সেই সঙ্গে নতুন করে ঢেলে সাজানো হবে সুরক্ষা ব্যবস্থাকে। তাহলে আর দেরি কিসের! করোনা যুদ্ধের দাদামার সঙ্গে খেলা শুরুর বার্তাও ঘোষণা হয়ে গেল একসঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!