এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে নেমে আসতে পারে বড়সড় শাস্তির খাঁড়া! কঠোর হল কেন্দ্র

করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে নেমে আসতে পারে বড়সড় শাস্তির খাঁড়া! কঠোর হল কেন্দ্র

নোভেল করোনা ভাইরাস যত দিন যাচ্ছে, ততই সংক্রমণ ছড়াচ্ছে সারাদেশে। আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। মানুষের মনে জাঁকিয়ে বসছে আতঙ্ক। আতঙ্ক দূর করতে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে আপামর ভারতবাসীকে আতঙ্কে নয়, সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় চলছে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি ও মতের আদান-প্রদান। কিন্তু এর ফলে বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

আর সেই সূত্রেই এবার সোশ্যাল মিডিয়াতে গুজব ও মিথ্যা খবর ছড়ানোর জন্য শনিবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে হিমশিম খাচ্ছে সরকার। তার মধ্যেই জনমানসে গড়ে ওঠা আতঙ্ক সরকারের কাজকে বাধাপ্রাপ্ত করছে বলে মনে করা হচ্ছে। তাই এবার কেন্দ্রীয় সরকারের নির্দেশিত নতুন আইনে বলা হয়েছে, যদি করোনা ভাইরাস নিয়ে বিন্দুমাত্র গুজব ছড়ায় এবং সেই গুজবের অভিযোগ প্রমাণ হয় তাহলে তথ্যপ্রযুক্তি আইনে 211(W) ধারায় গুজব ছড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে করোনা ভাইরাস এর গুজব আটকাতে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বিশেষ নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে করোনা ভাইরাস সম্পর্কে গুজব ছড়াচ্ছে যে নাম্বারগুলি, সেগুলি সম্পর্কে অভিযোগ জানাতে কেন্দ্রীয় সরকার ও হোয়াটস্অ্যাপের পক্ষ থেকে একটি করে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। যেখানে অভিযোগ জানানো যাবে বা খোঁজখবর নেওয়া যাবে। সারা দেশ যেখানে আতঙ্কিত হয়ে লকডাউন পরিস্থিতির শিকার, সেখানে সোশ্যাল মিডিয়ায় একশ্রেণীর মানুষ ক্রমাগত গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ।

বিশেষজ্ঞদের মতে, যে গুজব সাধারণ মানুষের মনে আরও নিবিড় ভাবে জন্ম দিচ্ছে তীব্র আতঙ্কের। সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মহল থেকে বারবার বলা হচ্ছে আতঙ্কিত না হতেই, বরং সতর্ক থাকতে। এবার গুজবের পরিস্থিতি আটকাতেই কেন্দ্রীয় সরকারের এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আপাতত করোনাকে আটকাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, এত বিশাল জনবহুল দেশে শুধুমাত্র সরকারের নির্দেশনায় কোন সংক্রমণ আটকানো সম্ভব নয়। করোনাকে আটকাতে গেলে প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!