এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা পর্ব কি শেষের মুখে? তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মাঝেই আশার বাণী!

করোনা পর্ব কি শেষের মুখে? তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মাঝেই আশার বাণী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর অক্টোবরের মাঝামাঝি সময়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সেই তৃতীয় ঢেউকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। আর তার মাঝেই এবার আলার বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেখানে ভারত করোনার একদম শেষ পর্যায়ে চলে এসেছে বলে জানিয়ে দিল তারা। স্বাভাবিক ভাবেই এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিয়ে ভারতের সচেতন থাকা উচিত বলে নানা বার্তা দিতে দেখা গিয়েছে, কিন্তু এবার তারাই যখন ভারত একদম মহামারী পর্যায়ের শেষে দাঁড়িয়ে আছে বলে বার্তা দিল, তখন সাধারণ মানুষদের মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখা দিতে শুরু করেছে।

বলা বাহুল্য, 2020 সাল থেকেই করোনা ভাইরাসের জন্য সাধারণ মানুষের জীবন কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। কবে বিদায় নেবে করোনা ভাইরাস, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু একের পর এক ঢেউ আসার কারণে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সাধারন মানুষ। তবে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই রকম আশার বাণী শোনার পরেই জনতার মনে কিছুটা হলেও স্বস্তি আসতে শুরু করেছে। সূত্রের খবর, এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়। যেখানে হুঁ- এর প্রধান বিজ্ঞানী জানিয়ে দেন, ভারত সম্ভবত করোনার এন্ডেমিক পর্যায়ে পৌঁছে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি, সেখান থেকে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী মনে করছেন, ভারতে করোনা মহামারীর শেষের শুরু হয়ে গিয়েছে। অর্থ্যাৎ দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে যে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে গোটা ভারতবর্ষ, এবার তা সমাপ্তির পথে বলেই মনে করছেন বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। শুধু তাই নয় তৃতীয় ঢেউয়ের বিষয় নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছে এবং তার প্রভাব শিশুদের ওপর পড়বে বলে যে দাবি করা হচ্ছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়েছে। তবে তার মাঝেই আবার তৃতীয় ঢেউ আসতে পারে বলে মনে করা হচ্ছে। যা নিয়ে রীতিমতো জেরবার সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে তার মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ভারতে করোনা মহামারীর শেষের শুরু হয়ে গিয়েছে বলে যে দাবি করা হল, তাতে আশার সম্ভাবনা দেখছেন একাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবি বাস্তবায়িত হলে করোনা থেকে অচিরেই মুক্তি পাবে গোটা দেশ বলে মনে করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!