এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার থাবা ক্রমশ প্রকট হয়ে আক্রান্ত হচ্ছেন একের পর এক খেলোয়াড় থেকে অফিসার! IPL নিয়ে সংশয়!

করোনার থাবা ক্রমশ প্রকট হয়ে আক্রান্ত হচ্ছেন একের পর এক খেলোয়াড় থেকে অফিসার! IPL নিয়ে সংশয়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফাঁড়া আর কাটছে না আইপিএলের। উল্টে যত দিন যাচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আর সেই সঙ্গে করোনা আবহে খেলা অনুষ্ঠিত করার প্রস্তাব যে কতটা অবিবেচক কাজ হতে পারে, সেই প্রশ্নটাই হয়ত উঠে আসছে। আমির্সাহিতে নামার পর থেকে হাজারো নিরাপত্তার মধ্যে দিয়ে গেলেও একে একে করোনার হানা এসে পড়েছে আইপিএল দলের ওপর। তবে নতুন কি সমস্যা সামলাতে হচ্ছে আমির্সাহিতে? বিসিসিআইকে কোন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল করোনা? জেনে দেখি

কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে চেন্নাই সুপার কিংসের দুই খেলোয়াড় সহ ১৩জন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ছিলেন দীপক চাহার, এবং ঋতুরাজ গায়কোয়াড়। বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, চেন্নাই সুপার কিংসের এই ২ ক্রিকেটার সহ ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলত তারা এখনই অনুশীলনের জন্য মাঠে নামতে পারছেন না। তবে মহেন্দ্র সিং ধোনি সহ বাকি চেন্নাই দল কোয়ারেন্টাইনে চলে গিয়েছে।

অন্যদিকে এক অজ্ঞাত কারণে সুরেশ রায়না দুবাই থেকেই দেশে ফিরে এসেছিলেন। জানা গিয়েছিল তিনি এবারে সম্পূর্ণ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। সুরেশ রায়নাকে নিয়ে দলের বেশ ভরসা ছিল। কারণ তিনি একজন যথেষ্ট ভরসাযোগ্য খেলোয়াড়। তাঁর সরে যাওয়া এবং এতজনের করোনা আক্রান্ত হওয়া স্বভাবতই চিন্তায় ফেলেছিল বিসিসিআইকে। সেই সঙ্গে রায়নার জায়গায় হরভজন সিং আসতে পারে বলে মনে করা হচ্ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ইতিমধ্যেই আরও এক খারাপ খবরে বিসিসিআইয়ের অন্দরমহল বেশ নড়েচড়ে বসেছে বলেই অনুমান করা হচ্ছে। সম্প্রতি জানা গেছে চেন্নাই সুপার কিংসের ১৩জন করোনা আক্রান্ত হওয়ার পর এবার করোনা আক্রান্ত হলেন বিসিসিআইয়ের মেডিকেল টিমের একজন। এই নিয়ে আইপিএল শুরু হওয়ার আগেই ১৪ জন ইতিমধ্যে করোনা সংক্রমণ হওয়ার খবর জানা গেল। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিসিসিআই সমস্যায় পড়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

খেলার কথা ঘোষণা করার আগে সাতপাঁচ বিবেচনা করে তারপরই আমিরশাহীকেই আইপিএলের সব থেকে সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল বিসিসিআই। তবে খেলা শুরুর আগেই দলের আরও মানুষের একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে দিনের পর দিন দুবাইয়েও করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বিসিসিআইয়ের জন্য দুদিক থেকেই আপাতত বেশ চাপ রয়েছে বলেই মনে করছেন ক্রীড়াবিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!