এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লোকসভায় ফের জিতছে মোদী, বুঝে গেছেন অভিষেকও? যুবরাজের বক্তব্যে উজ্জীবিত বিজেপি!

লোকসভায় ফের জিতছে মোদী, বুঝে গেছেন অভিষেকও? যুবরাজের বক্তব্যে উজ্জীবিত বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– আঞ্চলিক দলের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও বা তার দলের মধ্যেই এখন ঠোকাঠুকি লেগে গিয়েছে। যত সময় যাচ্ছে, ততই স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এতদিন যিনি সামান্য সুযোগ পেলেই বিজেপিকে আক্রমণ করতেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে কি হলো? আজ সাংবাদিকরা তাকে পাঁচ রাজ্যের বিজেপির পক্ষে অভূতপূর্ব ফলাফল নিয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বাংলার যুবরাজ এমন এক কথা বললেন, যার ফলে তার পিসি তো বটেই, তার দলের অন্যান্য নেতা কর্মীরাও যথেষ্ট হতাশ। আশ্চর্য জনক ভাবে বিজেপি পরিবার এই প্রথম ভাইপোর কোনো বক্তব্যে উৎসাহিত। তারা নতুন করে পশ্চিমবঙ্গের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করার একটা উৎসাহ খুঁজে পেলেন। কিন্তু কি এমন বললেন আঞ্চলিক দলের সর্বভারতীয় ভাইপো! যা নিয়ে এত চর্চা শুরু হয়েছে, বিরোধী দল থেকে শুরু করে রাজনৈতিক মহলের মধ্যে!

প্রসঙ্গত, পাঁচ রাজ্যে বিজেপির অভূতপূর্ব ফলাফলের পর ইন্ডিয়া জোট থুবড়ে পড়েছে। আর সেই বিষয় নিয়েই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যারা জয় পেয়েছেন, তাদের অভিনন্দন। আর যারা হেরেছেন, তারা দ্রুত নিজেদের ভুল সংশোধন করে নতুন করে লড়াই করুন। তবে সময় খুব কম। লোকসভায় এই ফলের প্রভাব পড়বে বলে আমার মনে হয় না।” কিন্তু এত কমজোরি বক্তব্য কেন বাংলার যুবরাজের গলায়? তাহলে কি তিনি এই ইন্ডিয়া জোটের প্রতি অসন্তুষ্ট, নাকি নিজের দলের প্রতি অসন্তুষ্ট!

ইতিমধ্যেই তার দলের মধ্যে পিসি-ভাইপোর একটা দ্বন্দ্ব সামনে এসেছে। তারপর থেকে সেভাবে দেখা যাচ্ছে না সর্বভারতীয় ভাইপোকে। আজ তিনি বক্তব্য রাখতে গিয়ে বিরোধী নেতাদের ত্রুটির কথা বলেছেন, সংশোধন করার কথা বলেছেন, তাহলে কি তিনি ঘুরিয়ে তার পিসিকেও এই ব্যাপারে কথা শুনিয়ে দিলেন! কেন তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারলেন না যে, আগামী লোকসভায় এই ফলাফলের প্রভাব পড়বে না! আগামী লোকসভায় ইন্ডিয়া জোট জিতবে! কেন তার মুখে এত হালকা হালকা কথা শোনা গেল? তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

ইতিমধ্যেই গোটা বিষয় উজ্জীবিত হতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো মত বুঝে গিয়েছেন, আগামী লোকসভায় বিপুল ভোটে জিততে চলেছে বিজেপি। এমনকি যে পশ্চিমবঙ্গে তাদের সরকার রয়েছে, সেখানেও ব্যাপক আসনে জয়লাভ করা সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। তাই এই পাঁচ রাজ্যের ফলাফলের পর তেমন ভাবে নিশ্চিত করে কোনো বক্তব্য রাখতে পারলেন না বাংলার যুবরাজ। আর এমনিতেও তিনি নিজের দলের মধ্যেই এখন সাইডে যেতে শুরু করেছেন। পিসি-ভাইপোর মধ্যে লড়াই শুরু হয়েছে। তাই তেমনভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই মূলক কোনো কথা বলতে শোনা গেল না বাংলার যুবরাজকে। আর এতেই স্পষ্ট যে ভাইপোমনিও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা হারে হারে টের পাচ্ছেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, বিরোধী জোটের যে ভুল ত্রুটি রয়েছে, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট। অর্থাৎ হয় তিনি নিজের দলের থেকে দূরত্ব পালন করছেন, নিজের দলের একাধিক সিদ্ধান্তে, পিসির একাধিক সিদ্ধান্তে। সেই কারণে বিজেপির বিরুদ্ধে এই ফলাফল নিয়ে তেমন কোনো জোর দিয়ে বক্তব্য রাখলেন না। আর তা না হলে এই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সেই জোটের অন্যান্য নেতা নেত্রীরা তৃণমূলকে পাত্তা দিচ্ছে না। সেটা নিয়ে বাংলার যুবরাজ ক্ষুব্ধ। আর সেই কারণেই তিনি তেমন কোনো কথা বললেন না। তবে কারণ যাই হোক, এই আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব যে সংকটের মুখে, তা বলার অপেক্ষা রাখে না। আর সর্বোপরি তারা যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে পরিবারবাদকে প্রতিষ্ঠা করতে চাইছেন, তাকে বিদায় জানাতে চায় দেশের মানুষ। আর সেটা বাংলার যুবরাজ খুব ভালো মতো বুঝতে পেরেই এই ধরনের কথা বলেছেন। যার ফলে এই প্রথম যুবরাজের কোনো বক্তব্যে উজ্জীবিত হতে শুরু করেছেন বিজেপির একাংশও। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!