এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আমলাশোলের জন্য দায়ী বামফ্রন্ট স্বীকার করলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক

আমলাশোলের জন্য দায়ী বামফ্রন্ট স্বীকার করলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক

এমিনতেই বামফ্রন্টের জন্য সময়টা ভালো যাচ্ছে না, একের পর এক নির্বাচনে রাজ্যের শাসকদলের কাছ পরাজয়। গত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে হারাতে হয়েছে প্রধান বিরোধী দলের মর্যাদা। তারপরে এখন ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বিজেপি, রাজ্যে শাসকদলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে। এর মাঝে বামফ্রন্টকে তীব্র অস্বস্তিতে ফেলে দিচ্ছেন তাঁদের দলের নেতারাই। দুদিন আগে প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী প্রকাশ্যে বলেন খুব তাড়াতাড়ি আর বামেরা রাজ্যে ক্ষমতায় ফিরতে পারবে না। আর গতকাল তার উপর আরেকটু এগিয়ে সিপিআইয়ের রাজ্য সম্পাদক প্রবোধ পাণ্ডা বকলমে মেনে নিলেন বাম আমলে আমলাশোলে অনাহারে মৃত্যুর জন্য দায়ী বামফ্রন্টই।
আমলাশোলে অনাহারে মৃত্যু রাজ্য-রাজনীতির এক জ্বলন্ত অধ্যায়। বিগত বাম সরকারকে চাপে ফেলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বে বিরোধীরা এই আমলাশোল নিয়েই বারবার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। গতকাল ঝাড়গ্রামে জেলা সম্মেলনে নিজের বক্তব্য রাখতে গিয়ে সেই আমলাশোল প্রসঙ্গ টেনে বলেন, আদিবাসী-মূলবাসীদের জমির পাট্টা দিয়ে ঝাড়গ্রাম এলাকার উন্নয়নের কাজ বামফ্রন্টই শুরু করেছিল। সেই উন্নয়নের কারণেই বহু আদিবাসী-মূলবাসী মানুষ জমির পাট্টা পান। কিন্তু আমরা সবটা করতে পারিনি। আমাদের আমলেও আমলাশোলে অনাহারে মানুষ মারা গিয়েছিল। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে উত্তরবঙ্গে চা বাগানে অনাহারে মৃত্যুর মিছিল চলছে। এই ছ’বছরে রাজ্যের শতাধিক চাষি আত্মহত্যা করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!