জামা, জুতো, চুলে কি করোনা থাকে? বারবার চান করলেই কি করোনা মুক্তি? সামনে এল অনেক অজানা তথ্য বিশেষ খবর May 12, 2020 কোথা থেকে করোনা ভাইরাস আসছে, তা নিয়ে এখন প্রশ্ন রয়েছে সকলের মনে। কেউ বলছেন, মাথার চুল থেকে করোনা ছড়ায়, আবার কেউ বা বলছেন, জুতো থেকেই করোনা ছড়ায়। যার ফলে তীব্র সংশয় তৈরি হয়েছে। কোন জায়গা থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত বিশেষজ্ঞরা। সূত্রের খবর, নিউইয়র্কের একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্নোত্তরের ব্যাবস্থা করা হয়েছে। জানা গেছে, জামা এবং জুতো থেকে করোনা ভাইরাস ছড়ানোর কোনো কারণ নেই। কিন্তু কেউ যদি বাইরে থেকে বেশ কিছু সময় ঘুরে এসে পোশাক পরিবর্তন না করেন, তাহলে তা নিয়ে অবশ্যই চিন্তার কারণ রয়েছে। শুধু তাই নয়, জামাকাপড় আপাতত লন্ড্রিতে না দেওয়াই ভালো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে করোনা ভাইরাস বাতাসে কয়েক মিনিটে বেচে থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে তা মশা, মাছির মত উড়তে পারে না বলে দাবি একাংশের। তবে কোন জিনিসের ওপর করোনা কতটা স্থায়ী? গবেষণা বলছে, ধাতব জিনিসের ওপর 48 ঘন্টা, আর প্লাষ্টিকের ওপর এই করোনা ভাইরাস 72 ঘন্টা জীবিত অবস্থায় থাকতে পারে। তবে সুতির কাপড়ে ভাইরাস অতটা থাকতে পারে না। কিন্তু হাচি, কাশি থেকে যেখানে বারবার দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, সেখানে তাহলে কি হাচি, কাশি নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একাংশের মতে, হাচি এবং কাশির সঙ্গে যে ড্রপলেট বেরিয়ে আসে, তা আয়তনে অনেকটাই ক্ষুদ্র। ফলে করোনা সংক্রমণের ক্ষেত্রে যে পরিমাণ ভাইরাল দরকার, তা বাতাসে না থাকায় এক্ষেত্রে অতটা সমস্যা নেই বলেই মনে করা হচ্ছে। তবে কেউ যদি কারো গায়ে হাচি এবং কাশি দেয়, তাহলে অবশ্যই জামা, কাপড় ধুয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বর্তমানে লকডাউনের জন্য অনেকেই চুল এবং দাড়ি কাটতে পারছেন না। যার ফলে তারা সমস্যায় রয়েছেন। এক্ষেত্রে চুল এবং দাড়ি থেকেও কি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে! বিশেষজ্ঞরা বলছেন, চুলদাড়িতে ভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। তবে জুতোর বিষয়ে অবশ্য সচেতনতা অবলম্বন করতে বলছেন ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক লিন্ডিয়া মোরাস্কা। এদিন তিনি বলেন, “এই সময় জুতো নিয়ে বাড়িতে না ঢোকাই ভালো। বরং বাইরে শু রেখে, জুতো রেখে খালি পায়ে ঘরে ঢুকুন।” তবে এই ব্যাপারে ভাইরোলজি অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ জোয়ারদার বলেন, “বাজারের মুদির দোকানে গেলে মাটির সঙ্গে ভাইরাস দ্রুত চলে আটকে থাকার সম্ভাবনা কম।” বিশেষজ্ঞরা বলছেন, কোন কোন বিষয় থেকে ভাইরাস ছড়াতে পারে, তা নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। তারা নানা বিবরণ দিচ্ছে ঠিকই। তবে সকলের মুখে একটাই কথা এই ভাইরাসকে বধ করতে গেলে সামাজিক দূরত্ব পালন করতেই হবে। একমাত্র তার ফলেই যে এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকেরা। তবে যত দিন যাচ্ছে, তত করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। এখন কবে এই ভাইরাস বধ হয়, তার দিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -