এখন পড়ছেন
হোম > অন্যান্য > কিভাবে নিজেকে রক্ষা করতে পারবেন ফাঙ্গাসের আক্রমণ থেকে? জানুন বিস্তারিত

কিভাবে নিজেকে রক্ষা করতে পারবেন ফাঙ্গাসের আক্রমণ থেকে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার দ্বিতীয় সুনামির মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে মিউকোরমাইসিস। ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাসের পর এবার আতঙ্ক ছড়াচ্ছে ইয়েলো ফাঙ্গাস। ইতিমধ্যেই দেশের ৯০০০ মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ছ জনের শরীরে পাওয়া গেছে ব্ল্যাক ফাঙ্গাস। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এবার ফাঙ্গাস বিষয়ে মানুষকে বিশেষভাবে সতর্ক করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে মিউকোরমাইসিস এর আশঙ্কা অনেক বেশি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে শরীরের সহজেই বাসা বাঁধে ফাঙ্গাস। তারা যদি আবার করোনা আক্রান্ত হন, তবে তাদের আশঙ্কা আরো বাড়তে থাকে। কারণ, করোনা আক্রান্ত হলে প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায়। সে ক্ষেত্রে খুব সহজেই শরীরের দখল নেয় ফাঙ্গাস।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফাঙ্গাসের উৎপত্তি হয়ে থাকে মাটি, গাছপালা, পচনশীল দ্রব্য থেকে। তাই এগুলি থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, ডায়াবেটিক রোগীদের প্রতিদিন শর্করার মাত্রা পরিমাপ করতে হবে। সর্বদা মাস্ক পরিধান করতে হবে। বাড়ি ও বাড়ির আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। ধুলো-বালি থেকে দূরে থাকতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে ফাঙ্গাসের সংক্রমণ সহজ হয়ে পড়ে। এ কারণে ডায়াবেটিক রোগীদের শরীরচর্চার নিদান দিয়েছেন তাঁরা। কিন্তু যারা করোনা থেকে সদ্য সুস্থ হয়ে উঠছেন, তাদের পক্ষে শরীরচর্চা করা সহজ নয়। কারণ শারীরিক দুর্বলতা থাকে। সে ক্ষেত্রে তাদের অল্প সময় ধরে হাটাচলা, হালকা শরীরচর্চার নিদান দিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সঠিকভাবে খাদ্য গ্রহণের পরামর্শ দিয়েছেন তাঁরা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার চিকিৎসা সময়ে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের অনেক সময় স্টেরয়েড দাওয়া দেওয়া হয়ে থাকে। কিন্তু অতিরিক্ত স্টেরয়েডের ফলে ফাঙ্গাস আক্রমণের আশঙ্কা বেড়ে যায়। তাই এ বিষয়ে চিকিৎসকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, ব্ল্যাক ফাঙ্গাস যতটা সহজে চিহ্নিত করা যায়, হোয়াইট ফাঙ্গাস ততটা সহজে চিহ্নিত করা যায় না। নিজের অজান্তেই ফুসফুস ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে হোয়াইট ফাঙ্গাস। তাই এক্ষেত্রে আরও বিশেষ সর্তকতা অবলম্বন করার কথা বলেছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!