এখন পড়ছেন
হোম > জাতীয় > লাভ জিহাদের বিরুদ্ধে এবার নয়া আইন আনতে চলেছে এই রাজ্য, জেনে নিন

লাভ জিহাদের বিরুদ্ধে এবার নয়া আইন আনতে চলেছে এই রাজ্য, জেনে নিন

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লাভ জিহাদের নাম আমরা অনেকেই শুনেছি, এবং বর্তমানে অনেক বেশি শোনা যাচ্ছে এই লাভ জিহাদ ওরফে প্রেম জিহাদ এর নাম। সাধারণত জানা যায়, যেভাবে মুসলিম পুরুষরা প্রেমের ছলে বা বিয়ে করে অমুসলিম মহিলাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে তাকেই লাভ জিহাদ বলে। যদিও বর্তমানে এই লাভ জিহাদ শব্দবন্ধটি কোন আইনে সংজ্ঞায়িত করা নেই বলেই জানা যায়। কিন্তু তাও এই লাভ জিহাদ এর কবলে পড়ে অনেক মেয়েরাই বিপদে পড়ে।

ইতিমধ্যে কর্ণাটক এবং হরিয়ানাতে আগেই ঘোষণা অনুযায়ী লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন এসেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও লাভ জিহাদের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন আগেই। আর এবার মধ্যপ্রদেশের গৃহ মন্ত্রী নরত্তম মিশ্র জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই শিবরাজ সিং চৌহান সরকার ধ্যপ্রদেশে লাভ জিহাদ রোখার জন্য কড়া আইন আনতে চলেছে। জানা গেছে, আসন্ন বিধানসভা অধিবেশনে এই লাভ জিহাদ আটকাতে কড়া আইন আসতে চলেছে।

রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র ইতিমধ্যে জানিয়েছেন, ভিন্ন ধর্মে বিয়ে এবং সেই বিয়ের জন্য ধর্মান্তকরণ- এই দুটিকে আটকাতে আইন আসছে। এই দুই ধরনের ঘটনায় যারা অভিযুক্ত হবেন, তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা যাতে হয় এবার সেদিকটা বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়াও মূল অভিযুক্তের পাশাপাশি যিনি এধরনের বিয়েতে সাহায্য করবেন, তাঁকেও সমান দোষী হিসেবে মানা হবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে,যদি কেউ স্বেচ্ছায় ভিন্ন ধর্মে বিয়ে করতে চান কিংবা কোন পাত্রী সেচ্ছায় ধর্মান্তরিত হতে চায় তাঁকেও কি শাস্তি পেতে হবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে স্বইচ্ছার ব্যাপারটি মাথায় রেখে বলা হয়েছে, যদি কেউ স্বেচ্ছায় ভিনধর্মে বিবাহ উপলক্ষ্যে ধর্মান্তরিত হতে চান তাহলে তাঁকে নিকটবর্তী জেলা শাসকের কাছে গিয়ে অন্তত এক মাস আগে আবেদন জানাতে হবে। অন্যদিকে যারা কট্টর হিন্দু তাঁরা ইতিমধ্যেই দাবি করেছেন, সংখ্যালঘু ছেলেরা ইচ্ছাকৃতভাবে হিন্দু মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করে ধর্মান্তরিত করছে। পরোক্ষে তাঁরা ধর্মান্তরিত করার খেলায় নেমেছে বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত সংবিধানের কোন আইনে লাভ জিহাদ সম্পর্কিত কোনো রকম নিষেধাজ্ঞার কথা বলা নেই।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও এখনও পর্যন্ত এই নিয়ে কোনো রিপোর্ট জমা দেয়নি। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন, লাভ জিহাদ কথাটি একটি অলীক কল্পনা। এটি ধর্মীয় ঘৃণা এবং ভুল ধর্মীয় তথ্য ছড়াচ্ছে। পাশাপাশি মানুষের ব্যক্তিস্বাধীনতায় এই আইন হস্তক্ষেপ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নিঃসন্দেহে এই আইন সংখ্যালঘুদের আটকানোর জন্যই করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। একটি, দুটি করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরবর্তীতে এই লাভ জিহাদ আইন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এখনো পর্যন্ত মধ্যপ্রদেশের লাভ জিহাদ সম্পর্কিত বিল আনার পরিপ্রেক্ষিতে দেশের সংখ্যালঘু মাথারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!