এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনাতে সেরে উঠলেও, ঘাতক হয়ে শরীরে বাসা বাঁধছে ভয়ঙ্কর অন্য রোগ? নতুন তথ্যে ঘুম উড়ছে আমজনতার?

করোনাতে সেরে উঠলেও, ঘাতক হয়ে শরীরে বাসা বাঁধছে ভয়ঙ্কর অন্য রোগ? নতুন তথ্যে ঘুম উড়ছে আমজনতার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শহর কলকাতায় করোনা আক্রান্তের নিরিখে যে নজিরবিহীন তালিকা বদল ঘটছে নিত্যদিন, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র করোনা সংক্রামিতের খোঁজ মিলছে। আর এবার করোনার সূত্র ধরে চিকিৎসকরা জানাচ্ছেন আরো বড় দুঃসংবাদ। করোনার হাল-হকিকত বদলে যাচ্ছে নিত্যদিন। সম্প্রতি দেখা যাচ্ছে, করোনায় সংক্রামিত হয়েও সুস্থ হয়ে যাচ্ছেন যারা, তাঁদের ভবিষ্যৎ স্বাস্থ্যের ওপর পরবর্তীতে ব্যাপক আকারে ছাপ ফেলছে করোনা।

শুধুমাত্র করোনা আক্রান্ত এবং সেখান থেকে মুক্তি- এটুকু ব্যাপারেই আর থেমে নেই বিষয়টি। উপসর্গহীন মৃদু সংক্রমণ থেকে শুরু করে জটিল আকার ধারণ করা করোনা সর্বক্ষেত্রেই প্রায় ছবিটা এক। তবে আশার কথা, শহরের বহু চিকিৎসাকেন্দ্রে এখন থেকেই করোনা পরবর্তী সমস্যার সমাধানের জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন হয়েছে। শুরু থেকেই জানা কথা, করোনার প্রভাব সবথেকে বেশি পড়ে মানুষের ফুসফুসে। কিন্তু এবার দেখা যাচ্ছে শুধু ফুসফুস নয়, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে করোনা বিকল করে দিচ্ছে।

তাই রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পরবর্তীতে তাঁর শরীরের নানান জটিলতা দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে অ্যাপোলো গ্লেনেগলস মেডিক্যাল সার্ভিসের ডিরেক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধুমাত্র কোভিড ১৯-পরবর্তী অসুখের চিকিত্‍সার জন্য আলাদা রিকভারি ক্লিনিক তৈরি হচ্ছে অ্যাপেলোয়। অন্যদিকে পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ মিত্র এদিন উদাহরণ হিসেবে যে কথা বলেছেন, তা রীতিমতো চিন্তা ধরাচ্ছে সাধারণের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানিয়েছেন, তাঁদের চিকিৎসাকেন্দ্রে এক বয়স্ক মহিলা উপসর্গহীন সামান্য করোনা সংক্রমণ নিয়ে এসেছিলেন চিকিৎসা করাতে। হাসপাতালে ভর্তি হওয়ার দরকার না থাকায় তাঁকে বাড়িতে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়। কিন্তু এক মাসের মাথায় ওই মহিলা আবারও ফিরে আসেন প্রবল পায়ে ব্যথা নিয়ে। পরীক্ষায় ধরা পড়ে মহিলার ডিপ ভেইন থ্রম্বোসিসে আক্রান্ত। আমরি হাসপাতালের পক্ষ থেকে কোভিড পরবর্তী চিকিৎসা ইউনিট তৈরি করা হয়েছে অ্যাপোলো এবং পিয়ারলেস এর মতন।

কারণ শরীরের কোন্‌ অঙ্গ প্রত্যঙ্গে করোনা কিভাবে আঘাত হানবে, তা নিশ্চিত করে কোন চিকিৎসকই বর্তমানে বলতে পারছেন না। তবে করোনার ভয়ঙ্কর রূপ এবার ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবে করোনামুক্ত হলেও পরবর্তীতে যে করোনা কি মারাত্মক ক্ষতি করে যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ওপর, তা সময় না গেলে রোগী টের পাচ্ছেন না। সেক্ষেত্রে চিকিৎসার যাতে বিন্দুমাত্র দেরি না হয়, তাই বিশেষ পদক্ষেপ নিচ্ছে কলকাতার উল্লেখযোগ্য চিকিৎসাকেন্দ্রগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!