এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার মাঝেও স্বস্তি নেই আমজনতার,করোনা ভ্যাকসিন নিয়ে এবার দালাল চক্রের সন্ধান

করোনার মাঝেও স্বস্তি নেই আমজনতার,করোনা ভ্যাকসিন নিয়ে এবার দালাল চক্রের সন্ধান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার সঙ্কটকে আরো বাড়িয়ে তুলেছে ভ্যাকসিনের অভাব। ভ্যাকসিন পেতে গিয়ে নাজেহাল হচ্ছেন বহু মানুষ। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে যে পরিমানে ভ্যাকসিন পাঠানো হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এই পরিস্থিতিতে ভ্যাকসিন পেতে গিয়ে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। আবার অনেক সময় লাইনে দাঁড়িয়েও মিলছেনা ভ্যাকসিন। এবার এর মধ্যেই ভ্যাকসিন নিয়ে শুরু হলো দালাল চক্র। এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলাতে।

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভ্যাকসিনের অভাব চূড়ান্ত। ভ্যাকসিন পেতে দীর্ঘ সময় ধরে হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রের সামনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। যার মধ্যে অন্যতম হলো জলপাইগুড়ি জেলা। এই জেলায় ভ্যাকসিন নিতে বহু মানুষের ভিড় থাকায়, কুপন দেবার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। লাইনে দাঁড়ানো প্রথম ৪০০ জনকে দেয়া হচ্ছে কুপন। পরে এই কুপন দেখালে হাসপাতালে তাদের দেয়া হচ্ছে ভ্যাকসিন।

অভিযোগ উঠেছে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করছেন। এর পরেই কুপন বহু মূল্যে বিক্রি করে দেয়া হচ্ছে। ৫০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত দামে ভ্যাকসিনের কুপন বিক্রি চলছে। লাইনে দাঁড়ানোর অস্বস্তি থেকে মুক্তি পেতে অনেকেই বহুমূল্য দিয়ে কুপন কিনে নিতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ, যে ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাচ্ছে, তার কুপন কিনতে গিয়েই খরচ হয়ে যাচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা। এমনই গুরুতর অভিযোগ উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অভিযোগ শোনার পরেই এ বিষয়ে নড়েচড়ে বসেছে জেলার স্বাস্থ্য দপ্তর। কিন্তু এ বিষয়ে এখনও উপযুক্ত তথ্য-প্রমাণ স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায়নি। স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে জানানো হয়েছে যে, লাইনে ভিড় কমাতে এই কুপন বিলির ব্যবস্থা করা হয়েছিল। এ বিষয়ে অভিযোগ ওঠার পর বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।

প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ভ্যাকসিনের অভাব থাকলেও এখনও পর্যন্ত মানুষ বিনামূল্যেই ভ্যাকসিন পাচ্ছেন। কিন্তু এই বিনামূল্যের ভ্যাকসিন পেতে গিয়ে যেভাবে দালাল চক্রের হাতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বহু জনতা। এদিকে দীর্ঘ লাইনে দাড়াতে গিয়ে করোনা সংক্রমণ ছড়িয়ে যাবার আশঙ্কাও করছেন অনেকে। সমস্ত দিক বিচার করে রাজ্যে আরো অধিক পরিমাণে ভ্যাকসিনের দাবি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

প্রসঙ্গত, করোনার সার্বিক বিপর্যয়কে কেন্দ্র করে নানা বিষয় নিয়ে দালালচক্র ও কালোবাজারির অভিযোগ উঠতে শুরু করেছে। রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল সুযোগ বুঝে কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে বেড ভাড়া, এছাড়া প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন ইত্যাদি নিয়েও শুরু হয়েছে কালোবাজারি ও দালাল চক্র। আর এবার ভ্যাকসিনের কুপন নিয়েও উঠে এলো দালাল চক্রের সন্ধান, যা যথেষ্ট উদ্বেগজনক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!