এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে এবং ডেল্টাকে রুখতে প্রয়োজন টিকাকরণের, জানাল হু

করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে এবং ডেল্টাকে রুখতে প্রয়োজন টিকাকরণের, জানাল হু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর এবার করোনার তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার পালা। এই নিয়ে ক্রমাগত উদ্বেগ  বেড়েই চলেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের। প্রসঙ্গত, করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট ক্রমাগত মিউটেশন পদ্ধতিতে ছড়িয়ে পড়ছে এবং আরো বেশি শক্তিশালী হচ্ছে। ইতিমধ্যেই বিশ্বের প্রায় 100 টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের দেখা মিলেছে বলে জানা যাচ্ছে। আর তাই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল ডক্টর তেদ্রস আধানম ঘেব্রেয়েসুস। তিনি জানান, ভারত থেকে ইতিমধ্যে উৎপন্ন ডেল্টা ভ্যারিয়েন্ট সবথেকে শক্তিশালী এবং প্রভাবশালী ভ্যারিয়েন্টরূপে চিহ্নিত হয়েছে।

আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি শক্তিশালী ভাইরাস। কার্যত প্রতিষেধকের বর্মকেও এই ভ্যারিয়েন্ট ভেঙে দিতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল জানিয়েছেন, কোভিড পরিস্থিতিকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলছে এই ডেল্টা ভ্যারিয়েন্ট। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, করোনার হাত থেকে বাঁচতে শুধুমাত্র ভ্যাক্সিনেশন কার্যকর করতে হবে বিশ্বজুড়ে। আর সেক্ষেত্রে সারাবিশ্বে যাতে 70 শতাংশ মানুষের ভ্যাক্সিনেশন সম্পন্ন হয় আগামী বছরের এই সময়ের মধ্যে, তার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে ডক্টর তেদ্রস জানিয়েছেন, যেন কখনোই ভ্যাকসিনের অভাব না হয় সেদিকেও নজর রাখতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে বেশ কিছু দেশকে এগিয়ে আসতে হবে অন্যান্যদের সাহায্যার্থে বলে মনে করেন তিনি। ইতিমধ্যে বিশ্বজুড়ে তিন কোটি করোনা ভ্যাকসিন এর ডোজ বিশ্বজুড়ে সরবরাহ হয়েছে। তবে তিনিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল স্বীকার করে নিয়েছেন প্রতিষেধকে বৈষম্য থাকার কথা। আর এই বৈষম্য দূর করতে না পারলে পরিস্থিতি যে আরো জটিল আকার ধারণ করবে, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ রাখেননি তিনি। জানা গিয়েছে, আমেরিকা, ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের মতন ধনী দেশগুলি ইতিমধ্যেই 1 কোটি ভ্যাকসিন অন্যদের জন্য দান করতে রাজি আছে। কিন্তু অনুমান করা হচ্ছে, অন্তত গোটা বিশ্বে এখনো 11 লক্ষ করোনার ডোজ প্রয়োজন।

উদ্বেগ প্রকাশ করে ডক্টর তেদ্রস জানান, গরিব অনুন্নত দেশগুলিতে এখনো পর্যন্ত মাত্র 2% এর কিছু বেশি ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হয়েছে। এক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন প্রতিটি দেশে অন্তত 10% ভ্যাক্সিনেশন এ বছরই সম্পূর্ণ করার জন্য। ভ্যাক্সিনেশন নিয়ে নিরপেক্ষতার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান। করোনাকে ঠেকিয়ে রাখতে ভ্যাক্সিনেশনের প্রয়োজন মারাত্মকভাবে। কোনরকম হেলাফেলা করলে করোনা পরিস্থিতি যে মাত্রাছাড়া আকার ধারণ করবে, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। এই পরিস্থিতিতে ভারতে যে ভ্যাক্সিনেশন নিয়ে সমস্যা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!