এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিপিএমের সঙ্গে এখানেই তৃণমূলের বড় পার্থক্য, বড় মন্তব্য সুকান্তর!

সিপিএমের সঙ্গে এখানেই তৃণমূলের বড় পার্থক্য, বড় মন্তব্য সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূল সরকারের আমলে গুন্ডারাই চালাচ্ছে গোটা রাজ্য। তেমনটাই অভিযোগ বিরোধীদের। তবে সিপিএম এর থেকে ভয়ঙ্কর দল হলেও, তাদের স্ট্র্যাটেজি ছিল আলাদা। আর সেই কারণেই তারা গুন্ডাদের পেছনে রেখে দল পরিচালনা করলেও, তৃণমূল আমলে গুন্ডারা সামনে থেকেই সমস্ত ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে। আর এর ফলেই বর্তমান শাসক দল আরও চাপের মুখে। এদিন সেই কথাই তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সিপিএমের অনেকে বুদ্ধিমান ছিল। একটু শিক্ষিত ছিল। তারা গুন্ডাদের পরিচালনা করলেও, তাদের পেছনে রাখত। কিন্তু তৃণমূলের আমলে যারা যারা নেতৃত্ব দিচ্ছে, শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে সবাই কিন্তু সামনে সারিতে। সবাই নেতা। যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে গিয়েছে।”

অর্থাৎ সরাসরি গুন্ডাদের হাতে রাজ্য তুলে দিয়ে এই বাংলাকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে সিপিএমের সঙ্গে বর্তমান রাজ্যের শাসক দলের কি পার্থক্য, তা একেবারে চোখের সামনে তুলে ধরলেন সুকান্ত মজুমদার। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!