এখন পড়ছেন
হোম > অন্যান্য > ক্রিকেট প্রেমীদের জন্য বড়সড় সুখবর শোনালেন খোদ বিসিসিআই কর্তাকে।

ক্রিকেট প্রেমীদের জন্য বড়সড় সুখবর শোনালেন খোদ বিসিসিআই কর্তাকে।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএল শুরু হয়েছে করোনা পরিস্থিতির মধ্যেই। তবে আইপিএলের ঘোষণার সঙ্গে বলা হয়েছিল আগামী বছর ভারতীয় দলের ক্রিকেটের কর্মসূচি। সেই অনুযায়ী এর আগেই রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে ঘরোয়া ক্রিকেট লিগের আয়োজন করার জন্য ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

করোনা ভাইরাসের সংক্রমনের পর থেকে বন্ধ ছিল অনুশীলন থেকে খেলা। রাজ্যের সংস্থাগুলিকে তাই চিঠি পাঠিয়ে সৌরভ গাঙ্গুলী বলেছিলেন ডিসেম্বরের সূচি অনুযায়ী ভারতীয় দল অস্ট্রেলিয়াতে খেলতে যাবে এবং তারপরে ফেব্রুয়ারীতে আবার দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে কোহোলি অ্যান্ড কোং।

সেইসঙ্গে, করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষার দিকেও নজর রাখার কথা জানানো হয়েছিল। সেই মতো রাজ্যগুলিকে করোনা সতর্কতা পালন এবং সেই মতো পরিকাঠামো গড়ে তোলার জন্য চিঠি দেওয়া হয়েছিল বিসিসিআই তরফে।

সেইসঙ্গে সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করার কথা জানানো হয়েছিল সৌরভ গাঙ্গুলীর তরফে। তবে সম্প্রতি একটি বৈঠকে জানা গেছে, অস্ট্রেলিয়া সিরিজের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে বেশ উত্তেজনা তৈরী হয়েছে ক্রিকেট মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, অস্ট্রেলিয়া সিরিজের প্রথমেই গোলাপি বলে খেলতে চলেছে ভারতীয় টিম। আর এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে জানা গেছে, সামনের মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ায় গিয়ে চারটি টেস্টের পাশাপাশি তিনটি ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

গতকাল বোর্ডের কাউন্সিলের মিটিংএ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সেখানে কলকাতা থেকে ভার্চুয়ালি সেই বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ক্রিকেট অস্ট্রেলিয়া খেলা সূচি ভারতে পাঠানো হয়েছে। সেখানে এডিলেডে সিরিজের প্রথম ম্যাচেই গোলাপী বলে খেলবে টিম ইন্ডিয়া।

শুধু তাই নয়, এই বৈঠকে নিউ নরমালে আবারও ঘরোয়া ক্রিকেট চালু করার সিদ্ধান্ত নিতে দেখা গেছে বিসিসিআই প্রেসিডেন্টকে। আপাতত সংক্ষিপ্ত আকারে চালু করার কথা ভাবা হয়েছে। তবে সামনের বছর জানুয়ারিতে রঞ্জি ট্রফি এবং একটি সংক্ষিপ্ত ওভারের টুর্নামেন্ট চালু করার সম্ভাবনা প্রকাশ করেছেন বিসিসিআই কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়।

যেটির মধ্যে বিজয় হাজারে ট্রফি-কুড়ি ওভারের এবং সৈয়দ মোস্তাক আলী ট্রফি-টি-টোয়েন্টির ক্ষেত্রে আয়োজন করা হবে বলে তথ্য সূত্রে জানা গেছে। তবে এই সিদ্ধান্তের মধ্যে থেকে অনেকেই মনে করছেন অন্য সম্ভাবনা আছে। বস্তুত, সামনের মাসের পর থেকে ক্রিকেটকে আবার নিউ নরমালে ফেরানোরই যে যথাযথ চেষ্টা করছেন তারা, সেইটাই মনে করা হচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!