এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আক্রান্ত হেভিওয়েট তৃণমূল নেতা!

দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আক্রান্ত হেভিওয়েট তৃণমূল নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথেই বিভিন্ন এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোথাও দেওয়াল লিখন, আবার কোথাও বা প্রচার নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে হাতাহাতি। আর এই পরিস্থিতিতে হুগলির উত্তরপাড়া বিধানসভা এলাকার কোন্নগর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল।

যেখানে তৃণমূলের দখলে থাকা দেওয়ালে বিজেপির প্রচার চালিয়েছে বলে অভিযোগ। আর এরপরই দুই পক্ষের সংঘর্ষে আক্রান্ত হন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার তন্ময় দেব। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, কোন্নগরের 12 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরণিতে একটি দেওয়াল আগে থেকেই তৃণমূলের পক্ষ থেকে দখল করা হয়েছিল।

কিন্তু রবিবার সেই দেওয়ালে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়। আর সন্ধ্যায় সেটা দেখতে পেয়ে বিজেপি কর্মীদের সামনেই গোটা বিষয় নিয়ে প্রতিবাদ করেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার তন্ময় দেব। আর এর পরেই সেই তন্ময়বাবুকে 4-5 জন মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যেখানে মাটিতে ফেলে তাকে পেটানো হয় বলে দাবি এই তৃণমূল নেতার। আর এরপর থেকেই গোটা বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই প্রাক্তন কাউন্সিলরকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা কাঞ্চন মল্লিক। অন্যদিকে তাদের নেতা আক্রান্ত হওয়ার সাথে সাথেই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। তবে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু বলেন, “বিজেপির কর্মী-সমর্থকেরা অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলেন। তখন তন্ময় সেখানে গিয়ে তাদের হুমকি দেন। ধাক্কাধাক্কি করেন। কেউ মারধর করেনি। সমস্তটাই মিথ্যে অভিযোগ।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!