এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দেরি হয়ে গেছে, এসব করে লাভ নেই” হঠাৎ কেন এমন বললেন দিলীপ!

“দেরি হয়ে গেছে, এসব করে লাভ নেই” হঠাৎ কেন এমন বললেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে মারিশদা গ্রামে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে একাধিক অভাব অভিযোগ উঠে আসে তার কাছে। আর তারপরেই কাঁথির মঞ্চ থেকে প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ করে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “উনি কত বছর হল সাংসদ হয়েছেন! 11 বছর সময় লেগে গেল, মানুষ কিছু পায়নি এটা বুঝতে! এখন অনেক দেরি হয়ে গিয়েছে। এসব করে আর লাভ নেই।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি তৃণমূল শীর্ষ নেতৃত্বকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রামে গিয়ে মানুষের কাছে কথা শোনাকে কার্যত কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!