এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দেশের করোনা বিপর্যয়ের জন্য কেন্দ্রীয় সরকারকেই অভিযুক্ত করলেন সোনিয়া গান্ধী

দেশের করোনা বিপর্যয়ের জন্য কেন্দ্রীয় সরকারকেই অভিযুক্ত করলেন সোনিয়া গান্ধী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই দেশে ক্রমশ তীব্র হচ্ছে করোনার সংক্রমণ। গত চারদিন ধরে প্রতিদিন দু’লক্ষর বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ। এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তিনি অভিযোগ করলেন, কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতির মোকাবিলা করতে বিরোধীদের পরামর্শ গ্রহণ করছে না। পরিবর্তে, বিরোধীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করছে।

সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, দেশে করোনা সংক্রমনের পর এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও, করোনা সংক্রমণ থেকে মুক্তি পাবার বদলে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর জন্য দায়ী হলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি জানালেন যে, করোনা মোকাবিলার ক্ষেত্রে অযথা বিরোধিদের অভিযুক্ত করার পরিবর্তে গঠনমূলক কর্মসূচি গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী অভিযোগ করলেন, করোনা সংক্রমণে গত বছরের তুলনায় এ বছরের পরিস্থিতি আরো বেশি খারাপ। কিন্তু এই ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও দেশের স্বাস্থ্য পরিকাঠামো ও অন্যান্য সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নীরব, যা প্রশ্ন তুলে দিচ্ছে। এভাবেই করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকেই অভিযুক্ত করলেন সোনিয়া গান্ধী।

সোনিয়া গান্ধীর সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীও দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, সুনির্দিষ্ট কৌশলের অভাব ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যহীনতার ফলে গোটা দেশ চরম বিপদের সম্মুখীন হয়েছে। যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে করোনার সংক্রমণ।

অন্যদিকে, করোনার সংক্রমণ মোকাবিলায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বেশ কিছু শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেছেন। যে বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, করোনা ভ্যাকসিনের যোগাতে বাড়াতে হবে। সেইসঙ্গে করোনার পরীক্ষা বাড়াতে হবে, করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করতে হবে, বাড়াতে হবে চিকিৎসা, বাড়াতে হবে বেড, ভেন্টিলেশন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!