এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে আরো তীব্র হলো করোনার সংক্রমণ, বাড়ছে প্রবল উদ্বেগ

দেশজুড়ে আরো তীব্র হলো করোনার সংক্রমণ, বাড়ছে প্রবল উদ্বেগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত তিনদিন ধরেই দৈনিক দু লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন দেশজুড়ে, অন্যদিকে দৈনিক করোনায় মৃত্যু ঘটছে এক হাজারেরও বেশি মানুষের। এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ২ লক্ষ ৩৪ হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে দেশের ১৩০০ জনেরও বেশি মানুষের। যা যথেষ্ট উদ্বেগজনক।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু ঘটেছে ১ হাজার ৩৪১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৩৫৪ জন। করোনা সংক্রমণ রোধে দেশের বেশ কিছু রাজ্যে আংশিক বিধি-নিষেধ, সপ্তাহের শেষে লকডাউন, নাইট কারফিউর মত পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিল্লিতে শনিবার ও রবিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারফিউ জারি করা হচ্ছে। করোনা সংক্রমনের কারণে শপিংমল, জিম, স্পা ইত্যাদি বন্ধ করে দেয়া হচ্ছে। তবে জরুরী পরিষেবার ক্ষেত্রে কোন বিধি-নিষেধ থাকবে না। বেসরকারি অফিসে নূন্যতম কর্মী দিয়ে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

আবার উত্তরপ্রদেশে রবিবার লকডাউন ঘোষণা করা হয়েছে। মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক পরিধান না করলে ১ হাজার টাকা জরিমানা, দুবার যদি কেউ মাস্ক ছাড়া ধরা পড়েন, তবে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। আগামী ১৫ ই মে পর্যন্ত উত্তরপ্রদেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বোর্ড পরীক্ষা বাতিল করে দেয়া হয়েছে।

সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ১৫ ই এপ্রিল থেকে কারফিউ জারি করা হয়েছে। যা সেদিন সকাল সাতটা পর্যন্ত কার্যকর থাকবে। রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রয়েছে সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। রাজ্যের দরিদ্র মানুষদের পরিবারপিছু খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!