এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > দিব্যেন্দু অধিকারীর ‘মুণ্ডু’ চেয়ে পোস্টার সাটালো যুব মোর্চা , জোর রাজনৈতিক চাপানউতোর শুভেন্দু গড়ে

দিব্যেন্দু অধিকারীর ‘মুণ্ডু’ চেয়ে পোস্টার সাটালো যুব মোর্চা , জোর রাজনৈতিক চাপানউতোর শুভেন্দু গড়ে


পোস্টারকে ঘিরে আবারও বিতর্ক ছড়ালো রাজ্য রাজনীতিতে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তৃণমূল সাংসদের মুণ্ডু চাওয়া হলো পোস্টার দিয়ে| সাদা কাগজে লাল কালিতে লেখা ওই পোস্টারে তমলুকের সাংসদ রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর মুণ্ডু চাওয়া হয়েছে। সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য সৃষ্টি হয়|

রাজনৈতিকে কারণে দিব্যেন্দু অধিকারীর মুণ্ডু চাওয়া হয়েছে তা বলা বাহুল্য| সম্প্রতি কাঁথিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সেখানে তিনি আক্রান্ত হন। পোস্টারে সেই ঘটনার কথা উল্লেখ করেই দিব্যেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হয়েছে। হলদিয়ার দুর্গাচক এলাকায় যে পোস্টারগুলি ছড়িয়ে পড়েছে, সেখানে সাদা কাগজের উপর লাল কালিতে স্পষ্ট লেখা ‘কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার কান্ডারী দিব্যেন্দু অধিকারীর মুণ্ডু চাই।’ তার নিচে লেখা যুব মোর্চা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার আঙ্গুল উঠছে বিজেপির দিকে| এবং এই ঘটনার পিছনে যুব সংগঠনের হাত রয়েছে তাও স্পষ্ট| কিন্তু বিজেপির তরফে এই সব অভিযোগই অস্বীকার করা হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

দিব্যেন্দু অধিকারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেন যে বিজেপি-র রাজ্য এবং জেলা সভাপতিরা প্রকাশ্যে এই ভাষায় কথা বলে থাকেন। ওরা যে হিংসাত্মক রাজনীতির সঙ্গে যুক্ত তা এই ঘটনায় স্পষ্ট বলে দাবি জানান তিনি| অন্যদিকে মুণ্ডু চাই পোস্টারের সঙ্গে বিজেপি-র যুব মোর্চার কোনও হাত নেই বলে জানিয়েছেন কাঁথি সাংগঠনিক বিজেপি যুব মোর্চার সভাপতি অরূপ দাস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!