এখন পড়ছেন
হোম > জাতীয় > “দিদি অপমান করছেন, চুন চুনকে হিসাব নিন।” ডুমুরজলা থেকে বিস্ফোরক প্রধানমন্ত্রী

“দিদি অপমান করছেন, চুন চুনকে হিসাব নিন।” ডুমুরজলা থেকে বিস্ফোরক প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কোচবিহারের পর ডুমুরজলার জনসভায় যোগ দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভা থেকেও মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে প্রবল আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী মানুষকে অপমান করেছেন। মিথ্যা বদনাম দিয়েছেন। তাঁকে এবার শাস্তি দিতে। বিজেপিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে শাস্তি দিতে।যাতে, আর কখনো এরকম জঘন্য অপবাদ তিনি না দিতে পারেন। প্রধানমন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে, মানুষ পয়সা নিয়ে ভোট দিয়ে থাকেন। মানুষ ভোট দিয়ে পেট ভরান। তিনি প্রশ্ন করেন, মানুষ কি এই অবস্থায় আছেন? মুখ্যমন্ত্রী মানুষকে অপমান করেছেন। চুন চুনকে হিসেবে নেওয়ার নিদান দিলেন তিনি।

প্রধানমন্ত্রী জানালেন, রাজ্যের মানুষকে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, তাঁরা দেখে নেবেন। কিন্তু বিজেপি বলে, তাঁরা সেবা করবেন। প্রধানমন্ত্রী জানালেন, বাংলায় দুর্নীতি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। যে এমএসএমই একসময় বাংলার গর্ব ছিল। আজ তার দুরবস্থা। জুট, ব্যামিন্টনের শাটলকক এমন অনেক সরঞ্জামের চাহিদা বেড়েছে। কিন্তু রাজ্যে তালা ধরে গেছে। তার কারণ একটাই, বাংলায় বহু বছর ধরে কুশাসন চলছে। তৃণমূল সরকারের দুর্নীতি। আজও যা, কালও তাই ছিল। দিদি রাজ্যের সঙ্গে যা করেছেন, সেই সত্যি এবার সামনে চলে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানালেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলতেন যে, শাসন রাজ করবার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। আর এটাই হল আসল পরিবর্তন। ২ রা মের পর বিজেপির ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। সেই পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি। প্রধানমন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী নিজের পোলিং এজেন্টের উপরও বিশ্বাস করতে পারছেন না। তাঁর এত অহংকার যে, তিনি বাংলার ভোটারদের নিজের জাগীর বলে ভাবছেন।

প্রধানমন্ত্রী জানালেন, বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গরীব, কৃষক, মধ্যবিত্তদের সুরাহা নেবার জন্য প্রক্রিয়া শুরু হবে। পিএম কিষান সম্মান নিধির টাকা সরাসরি একাউন্টে পাঠানো হবে। নিউ টাউন থেকে কিভাবে সিন্ডিকেট ব্যবসা চালু হলো, আজ সারাদেশে তার চর্চা হয়। ভাইপো ট্যাক্স কিভাবে ছেয়ে গেছে, তা নিয়েও দেশ চর্চা করছে। রাস্তা জলে ভরে থাকে, আর ঘরে জল আসেনা। দূষিত জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা।

প্রধানমন্ত্রী জানালেন, বাংলা পুরো দুনিয়ার কাছে ভারতের পরিচিতির প্রতীক। হাওড়া ব্রিজ ভারতের কানেক্টিভিটির প্রতীক। কিন্তু দুর্নীতি হাওড়াকে শুধু দুর্দশাই দিয়েছে। হাওড়ার বিল্ডিং প্ল্যান, পাওয়ার কানেকশন, সর্বত্র কাটমানি আর তোলাবাজি। ভোট না করিয়ে লোকাল সিভিক বডিতে চলছে দুর্নীতি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!