মামলায় সম্মতি আলিপুর আদালতের,বিপাকে দিলীপ ঘোষ রাজ্য January 17, 2018 গত কাল বিজেপির সঙ্কল্প যাত্রায় যুব মোর্চার বাইক মিছিলের ওপর ফের চড়াও হয় সেই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদেরও সৃষ্টি হয়। এদিনের মিছিলে উপস্থিত থেকে উস্কানিমূলক মন্তব্য করে বিপাকে পড়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৫০৬ ধারায় মামলার করেন তৃণমূলের নেতা বিনোদ সিং। মামলা দায়ের করা হয় গড়িয়াহাট থানায়। আজ গড়িয়াহাট থানার পুলিশরা মামলায় তদন্তের জন্য আলিপুর কোর্টে রায় চায়। আলিপুর কোর্ট পুলিশের স্বপক্ষে রায় দিয়ে উক্ত মামলার পূর্ণ তদন্ত করার নির্দেশ দেন। আপনার মতামত জানান -