এখন পড়ছেন
হোম > জাতীয় > উলুবেড়িয়ার প্রচারেও ঝাল মুড়ির তত্ব বাবুল সুপ্রিয়র

উলুবেড়িয়ার প্রচারেও ঝাল মুড়ির তত্ব বাবুল সুপ্রিয়র


উলুবেড়িয়া উপনির্বাচনের প্রচার নিয়ে বিজেপি যথেষ্ট তৎপর। বিজেপি আগেই‌ জানিয়েছিল যে উপনির্বাচনের প্রচারে দেখা যাবে চেনা মুখের ব্যক্তিত্বদের। সেই‌ মত  প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন দেখা গেল বাবুল , রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , উলিবেড়িয়ার বিজেপি প্রার্থী অনুপম ‌মল্লিক সহ আরও বেশ কিছু নেতৃত্বকে হুড খোলা গাড়িতে করে নির্বাচন প্রচার করছেন । এদিন জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে‌ নেমে বাসিন্দাদের সাথে কথা বার্তা বলেন নেতা-মন্ত্রীরা।  গাড়ির চালকের আসনে ছিলেন স্বয়ং বাবুল সুপ্রিয় এছাড়াও আজ বাজারের মধ্যে তিনি এক জায়গায় গাড়ি থেকে নেমে ঝালমুড়িও বানিয়ে‌ নিজে খেয়েছেন এবং সাথে সাথে বাকিদেরও খাইয়েছেন বলে খবর। সব মিলিয়ে প্রাচরের সাথে‌ সাথে জনসংযোগ ‌করার উদ্দেশ্যেই‌ এই উদ্যোগ। রাজনৈতিকমহলের প্রশ্ন ঝাল মুড়ি দিয়েই কি মাত করতে চাইছেন উলুবেড়িয়া? এদিন  প্রচারে ফের ঝাল মুড়ি তত্ত্বকেই ফের তুলে ধরলেন বাবুলবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!