এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > দিলীপ ঘোষ জিতলেই বড় উপহার, নির্বাচনী প্রচারে এসে ঘোষণা শাহের!

দিলীপ ঘোষ জিতলেই বড় উপহার, নির্বাচনী প্রচারে এসে ঘোষণা শাহের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মেদিনীপুর আসনের পরিবর্তে এবার দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। কিন্তু আসন বদল করা হলেও জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী। আর  সেই দিলীপ ঘোষের হয়ে প্রচার করতে এসে বর্ধমান দুর্গাপুরের মানুষদের কাছে বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, এদিন দিলীপ ঘোষের হয়ে প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বড় প্রতিশ্রুতি দেন তিনি। বর্ধমান দুর্গাপুরের অধিবাসীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দিলীপ ঘোষকে জিতিয়ে দিন। বর্ধমান দুর্গাপুরের সব বন্ধ কারখানা খুলে দেওয়া হবে।”

অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছে, যেভাবে শিল্প নেই রাজ্যে, তাতে এই বর্ধমান দুর্গাপুরের মানুষের মুখে হাসি ফুটিয়ে শিল্পায়নের নতুন প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!