এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নির্বাচন হলেই আসল ‘চিত্র’ দেখবে তৃণমূল জানিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন দিলীপ ঘোষ

নির্বাচন হলেই আসল ‘চিত্র’ দেখবে তৃণমূল জানিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন দিলীপ ঘোষ


পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেছিলেন, বিরোধীরা মিডিয়ায় থাকবে, কোর্টে যাবে, কিন্তু ভোটে যাবে না। শনিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মালদহে নির্বাচনী প্রচারে গিয়ে শুভেন্দুবাবুর সেই শ্লেষের জবাব দিয়ে বললেন, ইলেকশন মাস্ট, বাট সিকিউরিটি ফার্স্ট। শুধু তাই নয় দলের প্রচার মঞ্চ থেকে দিলীপ বাবু রাজ্য সরকার সহ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিই বুঝিয়ে দিচ্ছে, কারা ভোট চান, আর কারা চান না। ওনারা যদি ভোট চাইতেন তবে পিছন দিক দিয়ে জেতার চেষ্টা চালাতেন না। ৩৪% আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি বিরোধীদের। গায়ের জোরে ভোটে জিতেছেন। তারপর আবার ভোটের কথা বলছেন ওঁরা!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন দিলীপবাবু প্রকাশ্য জনসভা থেকে রাজ্যের শাসকদলকে প্রশ্ন করেন, এটা কি ভোট হচ্ছে, না ভোটের নামে প্রহসন হচ্ছে! তৃণমূলের পুরোটাই নাটক, এখানে নাটক করে এখন আবার দিল্লিতে গিয়েও নাটক করছে! এছাড়াও এদিন তিনি দাবি করেন, ভোট হবেই, আর ভোট হলেই বুঝতে পারবেন কারা ভোট চান, আর কারা ভোট চান না। মিডিয়ায় কারা থাকবে, তা স্থির করে মিডিয়া। এখন মিডিয়া মনে করছে, বিজেপি নেতাদের বেশি দেখানো দরকার, তাই তারা বিজেপিকে দেখাচ্ছে। কিন্তু রাজ্যের ক্ষমতায় কে থাকব, তা স্থির করে দেবেন রাজ্যের মানুষ। তাঁদের সেই অধিকার দিক সরকার, তারপরেই বোঝা যাবে আসল চিত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!