এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিদ্যাসাগর নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিজেপি সভাপতি, জোর শোরগোল রাজ্যে

বিদ্যাসাগর নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিজেপি সভাপতি, জোর শোরগোল রাজ্যে

মঙ্গলবারের অমিত শাহের রোড শোতে ভেঙেছে বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি ,কে ভেঙেছে এই নিয়ে বিজেপি তৃণমূলের চাপানউতোর অব্যাহত এখনো। গোটা দেশ যা নিয়ে তোলপাড়।ছি ছি পরে গেছে গোটা রাজ্যে এই নিয়ে।

এদিকে এই নিয়ে রাজনীতি অব্যাহত দুই দলে। তৃণমূলের তরফ থেকে কয়েকটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে যে এটা বিজেপির কাজ, অন্যদিকে বিজেপির দাবি ভিডিওগুলি এডিট করা হয়েছে। তাদের দাবি যে ঘরে বিদ্যাসাগরের মূর্তি ছিল সেখানে সিসিটিভি ছিল ফলে সেই ঘরের সিসিটিভি ফুটেজ বের করা হোক আর কে দোষী তা দেখে শাস্তি দেওয়া হোক। পাশাপাশি তাদের দাবি ছিল এর পিছনে তৃণমূলের হাত আছে বিজেপি মূর্তি ভাঙেনি। তৃণমূলের দাবি ছিল বিজেপিই মূর্তি ভেঙেছে সবাই জানে। এদিকে কলেজ কতৃপক্ষ এদিন জানিয়ে দিয়েছে যে সিসিটিভি খারাপ তাই কোনো রেকর্ডিং হয়নি .ফলে কে দোষী তা নিয়ে এখনো অন্ধকারে সকলে,যদিও বিজেপির দাবি তৃণমূল এই কাজ করেছে বলে সিসিটিভি খারাপ বলে ধামাচাপা দিচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি এই কাজ করেছে। পুলিশ তদন্তে নেমেছে সব বের হবে।

আর এই নিয়ে চাপানউতোর মধ্যেই ফের মন্তব্য করে বিদ্যাসাগরকে নিয়ে বিতর্ক বাড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিলিগুড়িতে দিলীপ ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘ যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর ..সহজ পাঠ..যে আমরা ছোটবেলায় পড়েছি..।’ এর সাথে তিনি দাবি করেন যে, বাম শাসনের সময় সহজ পাঠ তুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রশ্ন তোলেন যে, ‘সহজপাঠ’ কি তৃণমূল সরকার চালু করেছে? ‘যদি টিএমসিপির বিদ্যাসাগরের প্রতি সম্মান থাকত, তাহলে সহজ পাঠ চালু করত। বিদ্যাসাগর নিয়ে তৃণমূল কংগ্রেস ‘নাটক’ করছে, গোটাটাই তাঁদের ‘কুমীরের কান্না”।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। কেননা বিদ্যাসাগরের লেখা হলো বর্ণপরিচয়। যার জন্য বাংলা পড়তে লিখতে শিখেছে প্রতিটা বাঙালি।আর সহজপাঠ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এদিন সব এক করে ফেললেন দিলীপবাবু। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে কটাক্ষ চলছে। নেটিজেনদের দাবি এও একপ্রকার মূর্তি ভাঙারই সামিল।

এই নিয়ে তৃণমূলের কটাক্ষ যার কোনো শিক্ষা নেই তিনিই এমন কথা বলবেন। নিজেই জানান না যে বাঙালির শিক্ষা জগতে বিদ্যাসাগর এর অবদান কতটা।যদিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি। তাদের দাবি বলার সময় এমন ভুল বলে ফেলেছেন নাহলে বর্ণপরিচয় পড়েই সবাই বড় হয়েছেন সেটা কার লেখা তা জানবেন না।

তবে বিজেপি যতই মাছ ঢাকার চেষ্টা করুক এই প্রশ্ন উঠেছে রাজনৈতিকমহলেও। তাদের দাবি এইভাবে ভুল মন্তব্য করা সত্যি লজ্জার। কিন্তু তবুও যদি ধরে নেওয়া হয়  দিলীপবাবু  ভুল করে এমন বলে ফেলেছেন তাঁর পাশে বসে থাকা মানুষ জন কি করছিলেন, তারাও কি জানেন না যে সাহজপাঠের লেখক কে ?আর বিদ্যাসাগর মহাশয়ের লেখা কি? তারাও ঠিক করে দিলেন না কেন ?। এর ফলে কিছুটা হলেও ব্যাকফুটে গেলো বিজেপি বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!