এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার বিতর্কে জড়ালেন দিলীপ

এবার বিতর্কে জড়ালেন দিলীপ

এবার বিতর্কে জড়ালেন তৃণমূলের নবগ্রাম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক দিলীপ সাহা। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি গত নভেম্বর মাসে নিজের প্যাডে শিক্ষক ও সম্পন্ন কৃষক পরিবারের সদস্যদের জমির পাট্টা প্রদানের সুপারিশ করেন। এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে দিলীপবাবু 49 জনের নাম সুপারিশ করেছিলেন যার মধ্যে অধিকাংশই সম্পন্ন কৃষক ঘরের সদস্য।
গত বিধানসভা নির্বাচনে নবগ্রাম কেন্দ্র থেকে দিলীপবাবু বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান হিসাবে মনোনীত হন। তিনি বলেন, মহুরুল এলাকার অনেক গ্রামবাসী তাদের খারাপ অবস্থার কথা জানিয়ে জমির পাট্টার জন্য তার কাছে আসেন এবং তারপরে তাদের অনেক জমি খাস হয়ে যায়। পরে তারা জানায় বড়ুলা মৌজায় জমি ফুটবল খেলার জন্য তারা দেবেন, তাই তাদের নাম তিনি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে পাঠান। তবে গ্রামবাসীরা সচ্ছল জানার পর তিনি নাম কাটানোর জন্য আবেদন জানান। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিভূ গোয়েল এবং তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মহম্মদ এনায়েতুল্লা বলেন, এ বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত চালু করা হয়েছে এবং আপাতত পাট্টা প্রদান বন্ধ রাখা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!