জয়ের পরেও রাহুল গান্ধীর চ্যালেঞ্জের সম্মুখে বিজেপি জাতীয় December 20, 2017 মোদীর কাছে বড় চ্যালেঞ্জের নাম রাহুল গান্ধী। আর সেই চ্যালেঞ্জ সামলানো অতটাও সহজ হবে না এরকম দাবি অধীর চৌধুরীর। হিমাচলপদেশ প্রসঙ্গে তিনি বলেছেন ওখানে ট্রাডিশন অনুসারে একবার বিজেপি সরকার তো একবার কংগ্রেস সরকার আসবে, সেই নিয়ে এত চিন্তা কোন দরকার নেই তবে গুজরাটে নৈতিকভাবে তাদেরই জয় হয়েছে। উত্তর-পূর্ব ভারতে ও রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ভাল ফল করবে এমনটাই ভেবে আশাবাদী অধীর চৌধুরী। এবং অধীরবাবুর মতে কংগ্রেস আর 2014 সালের মতন দুর্বল নয় কংগ্রেস প্রস্তুত বিজেপিকে টক্কর দেওয়ার জন্য। 2014 পর এর মধ্যে পাঞ্জাবে জিতেছে কংগ্রেস, মণিপুর ও গোয়ায় নির্বাচনেও কংগ্রেস বিজয়ী হয়েছিল। এই বর্তমান বিধানসভা নির্বাচন থেকে কংগ্রেস ঘুরে দাঁড়াতে শুরু করল বলে অভিমত অধীরবাবুর। 2019 এর জন্য রাহুল গান্ধী যে কতটা প্রস্তুত তাই দেখা গেল বিধানসভা নির্বাচনের মাধ্যমে এমনটাই মনে করছেন শীর্ষ নেতৃত্বরা। আপনার মতামত জানান -