এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিনহাটায় রেকর্ড ভোটে জয়ের খেসারত! তৃণমূলের চাপ বাড়িয়ে বোমা ফাটালেন সুজন!

দিনহাটায় রেকর্ড ভোটে জয়ের খেসারত! তৃণমূলের চাপ বাড়িয়ে বোমা ফাটালেন সুজন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে মাত্র 57 ভোটে পরাজিত হতে হয় দিনহাটার তৃণমূল প্রার্থীকে। তবে উপনির্বাচনে সেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রায় 1 লক্ষ 63 হাজার 7 ভোটে জয়লাভ করেন তৃণমূলের উদয়ন গুহ। স্বাভাবিকভাবেই এই জয়ের পর নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই বিপুল মার্জিনে জয় নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর এবার এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করে রীতিমতো তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন সিপিএমের সুজন চক্রবর্তী।

সূত্রের খবর, এদিন একটি ফেসবুক পোস্ট করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে তিনি লেখেন, “বিশ্বরেকর্ড বটে!! দিনহাটার হেরে যাওয়া আসনে তৃণমূল জিতল নাকি 1 লাখ 64 হাজার ভোটে। গণতন্ত্রের অপার মহিমা! মাননীয়া অনুপ্রেরণা সাথে যুগপৎ গণতন্ত্রের লজ্জা।” স্বভাবতই সুজন চক্রবর্তী ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে যে তৃণমূলের এই জয় নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপির পক্ষ থেকে আগেই গোটা বিষয় নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল।

দিনহাটায় রেকর্ড ভোটে জয়ের খেসারত! তৃণমূলের চাপ বাড়িয়ে বোমা ফাটালেন সুজন!

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সন্ত্রাসের আশ্রয় নিয়ে এত বিপুল মার্জিনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার নিজের ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে সেই একই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন সিপিএম নেতা সুজনবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিজেদের জয় নিয়ে সেলিব্রেশনে মাখলেও, বিজেপির পর এবার সিপিএম নেতার কটাক্ষ অস্বস্তিতে ফেলবে তৃনমূলকে বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!