এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা নির্বাচন নিয়ে কি চাপ বাড়ছে শাসকদলে? এখন থেকেই ব্লক নেতাদের জন্য বিশেষ নির্দেশ

লোকসভা নির্বাচন নিয়ে কি চাপ বাড়ছে শাসকদলে? এখন থেকেই ব্লক নেতাদের জন্য বিশেষ নির্দেশ

দুর্গা পুজো শেষ হতেই শাসকদলের আগামী বিগ্রেড সমাবেশের প্রচার কর্মসূচি নিয়ে বৈঠকে বসতে দেখা গেল তৃণমূলের জেলা কমিটিকে। লোকসভা ভোটকে পাখির চোখ করেই পাড়া বৈঠকে জোর দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল নেতৃত্বরা। এদিনের জেলা কমিটির বৈঠকের পর এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের মোশারফ হোসেন মণ্ডল।

বিজয়ার শুভেচ্ছা জানানোর সঙ্গে বিগ্রেড সমাবেশ নিয়ে প্রচার অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। বুথে বুথে দেওয়াল লিখন,ব্লকের জনবহুল এলাকায় গেট করা,হোডিং টাঙাতে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক কমিটিগুলোকে। সঙ্গে বিরোধীদের অপপ্রচারকে পাত্তা না দেওয়ারও পরামর্শ রয়েছে। জনসংযোগ বাড়াতে এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের কাজেও অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সহযোগিতা করতে বলা হয়েছে ভোটার লিস্টে এলাকাবাসীদের নাম তোলা, নাম সংশোধনের কাজে। উল্লেখ্য, এদিনের বৈঠকে দলের জেলা সভাপতি সুব্রত সাহা, দলের চেয়ারম্যান মহম্মদ সোহারভ, দলের জেলা মুখপাত্র অশোক দাস, মইনুল হাসান, সাগির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে বৈঠকে দেখা যায়নি কয়েকজন বিধায়ক ও জেলা কমিটির নেতাদের। বিভিন্ন কারণবশত ওই বিধায়ক ও নেতারা বৈঠকে আসতে পারেননি বলেই জানালেন সভাধিপতি।

এদিনের বৈঠকে রাজ্য কমিটির দুটি কর্মসূচীর প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়েছে বলেও জানা গিয়েছে সভাধিপতির সূত্র থেকে। আগামী ১৬ নভেম্বরে কোলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে উপস্থিত থাকবেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও নেতা-কর্মীরা। এরজন্য ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের প্রস্তুতি নিতে বলা হয়েছে এদিনের বৈঠকে। এরপর বছর ঘুরতেই জানুয়ারির ১৯’ তারিখ তৃণমূলের বৃহত্তর বিগ্রেড সমাবেশ রয়েছে। তার প্রচার কর্মসূচি জোরদার করার নির্দেশ রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে। তাই এখন থেকেই গ্রামে গ্রামে দেওয়াল লিখন,পথসভা,গেট,হোডিং টাঙানোর নির্দেশ দেওয়া হল এদিনের বৈঠকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি,বৈঠকে দলের প্রয়াত সভাপতি মান্নান হোসেনের স্মরণসভা করার প্রস্তাবও দেন দলের জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন। সবমিলিয়ে দুর্গাপুজোর পর আয়োজিত তৃণমূলের জেলা কমিটির প্রথম বৈঠকে বেশ অনেকগুলো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এদিন। এখন সেই প্ল্যানমাফিক কর্মযজ্ঞে ঝাঁপ দেবেন শাসকদলের সৈনিকরা। এ নিয়ে আপাতত তৃণমূলের ব্লক কমিটিগুলোতে কর্মব্যস্ততা তুঙ্গে রয়েছে। এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রের খবরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!